পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ দিবসে 126 জন পুলিশকর্মীকে সংবর্ধনা রায়গঞ্জে - প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু

গতকাল রাজ্যজুড়ে পুলিশ দিবস পালন হয় । রায়গঞ্জে 126জন কোরোনামুক্ত পুলিশকর্মীকে সম্মান জানানো হয় ।

raiganj
raiganj

By

Published : Sep 9, 2020, 8:11 AM IST

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর : 126 জন কোরোনা জয়ী পুলিশকর্মীকে সম্মান জানালেন জেলার শীর্ষ আধিকারিকরা । পুলিশ দিবস উপলক্ষে এই পদক্ষেপ রায়গঞ্জ পুলিশের । নিজেদের প্রাণের ঝুঁকি উপেক্ষা করেই কাজ করেছিলেন ওই পুলিশকর্মীরা । পরবর্তীকালে তাঁরা কোরোনায় আক্রান্ত হন । আগামীদিনে মানুষের মধ্যে পুলিশ সচেতনতামূলক প্রচার করবে বলে জানান পুলিশ সুপার সুমিত কুমার ।

1 সেপ্টেম্বর রাজ্যজুড়ে পুলিশ দিবস পালন করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর দিনটি পরিবর্তন করে 8 সেপ্টেম্বর করা হয় । গতকাল কলকাতা থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে পুলিশ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা এবং পুলিশ সুপার সুমিত কুমারের উপস্থিতিতে ভার্চুয়াল সভা হয় ।

সন্ধেয় রায়গঞ্জ পুলিশ লাইন এলাকায় একটি অনুষ্ঠানে 126জন কোরোনা আক্রান্ত পুলিশকর্মীকে সম্মান জানান জেলার শীর্ষ আধিকারিকরা । এই দিনটি কেন আলাদাভাবে পুলিশের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়েও বক্তব্য রাখেন অনেকেই । সাংবাদিকদের প্রশ্নে সুমিত কুমার বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের জন্য এই বিশেষ দিনের ব্যবস্থা করেছেন । সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি । কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পরেও আমাদের পুলিশকর্মীরা দিনরাত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন । আগামীদিনেও থাকবেন । মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি । 126 জন পুলিশকর্মী কোরোনা আক্রান্ত হয়েছিলেন ।পরবর্তীকালে লড়াই করে তাঁরা ফিরে আসেন । আমরা তাঁদের সম্মান জানিয়েছি ।”

ABOUT THE AUTHOR

...view details