রায়গঞ্জ, ১৪ ফেব্রুয়ারি : মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষা চলাকালীন সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হওয়ার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ মিছিল করে ডেপুটেশন দিল। পরিষদ আজ উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেয়।
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে মিছিল বিদ্যার্থী পরিষদের - raigunj
মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পরীক্ষা চলাকালীন সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হওয়ার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ মিছিল করে ডেপুটেশন দিল।
মিছিলটি শুরু হয় কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে এবং উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে তা শেষ হয়। পরিষদের তরফে অভিযোগ করা হয়, মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছাত্রছাত্রীদের জীবন নিয়ে প্রহসন চলছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে পরিষদ।
পরিষদের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক টোটন মণ্ডল বলেন, "যেভাবে পর্ষদের নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীরা ঢুকছে এবং পরীক্ষা শুরু সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। পর্ষদ আধিকারিকদের কর্তব্যে গাফিলতির কারণেই এমনটা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। পর্ষদ সভাপতির পদত্যাগের দাবিতে আমরা আর বড় আন্দোলনে নামব।"