পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃক্ষরোপনের মাধ্যমে উত্তর দিনাজপুরে শুরু 100 দিনের কাজ - Rajib banerjee

মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়া মাত্র উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্য়োগে শুরু হল 100 দিনের কাজ। রাস্তার ধারে শুরু হল বৃক্ষরোপন কর্মসূচি ।

100 days job of tree planting
উত্তর দিনাজপুর

By

Published : May 29, 2020, 11:40 PM IST

রায়গঞ্জ, 29 মে: মুখ্যমন্ত্রীর নির্দেশে মতো 100 দিনের কাজ শুরু হল উত্তর দিনাজপুরে। 200 কিলোমিটার রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে 100 দিনের কাজ শুরু করল জেলা প্রশাসন। শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙা গ্রাম পঞ্চায়েতের গোগড়া সংসদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।

আমফানের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পর্যবেক্ষণে আসেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন তিনি। বৈঠকে লকডাউনে 100 দিনের কাজ চালু করা নিয়ে আলোচনা হয়। বনমন্ত্রী বৈঠকের রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেন। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ আসে, দ্রুত 100 দিনের কাজের বিভিন্ন প্রকল্প চালু করতে হবে জেলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র জেলা প্রশাসন উদ্যোগী হল। সেই মতো শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙা গ্রাম পঞ্চায়েতের গোগড়া সংসদ এলাকার গোগড়া থেকে দক্ষিণ কৃষ্ণপুর পর্যন্ত রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হল। যার আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।

উত্তর দিনাজপুরের জেলাশাসক বলেন, "পুরো জেলাতেই 100 দিনের কাজের প্রকল্পে মোট 200 কিলোমিটার রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষ কাজ পাবে।"

ABOUT THE AUTHOR

...view details