পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Miscreants Attack at Night: রাতে বাড়িতে ঢুকে হামলা দুষ্কৃতীদের, আহত 10 - North Dinajpur News

রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে হামলা চালানোয় আহত হলেন একই পরিবারের 10 জন ৷ রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকরা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

Miscreants Attack at Night ETV bharat
বাড়িতে ঢুকে হামলা

By

Published : Apr 10, 2023, 4:12 PM IST

Updated : Apr 10, 2023, 5:30 PM IST

রাতে বাড়িতে ঢুকে হামলা দুষ্কৃতীদের

রায়গঞ্জ, 10 এপ্রিল:রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকরা এলাকায় । হামলায় আহত হয়েছেন একই পরিবারে প্রায় 10 জন । যাঁদের মধ্যে 2 জন শিশুও রয়েছে । আক্রান্তদের রাতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এই ঘটনায় চৈতন্য হালদার, শ্যামল হালদার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকরা গ্রামের বাসিন্দা নুপুর দাস তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গতকাল দিল্লি থেকে নিজের গ্রামে এসে পৌঁছন । দিল্লি থেকে ট্রেনে আসার পর প্রবল ক্লান্তি থাকায় তাঁরা রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন । তাঁদের অভিযোগ, রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁদের দরজা ধাক্কা দিতে থাকে আর বলে আগুন লেগেছে ৷ বাড়ির থেকে একটি বালতি দেওয়ার জন্যও বলা হয় ।

নুপুর দাসের পরিবারের সদস্যরা দরজা খুলতেই তাঁদের উপর লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, বাড়িতে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়ে নুপুর দাস, তাঁর ছোট ছেলে অমর দাস ও পরিবারের অন্য়ান্য সদস্যদের বেধড়ক মারধর করতে থাকে দুষ্কৃতীরা । হামলায় পরিবারের 10 জনই আহত হয়েছেন ৷ আহতদের মধ্যে রয়েছে 2 শিশুও । তাঁদের রায়গঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ । এই ঘটনায় রায়গঞ্জ থানায় চৈতন্য হালদার, শ্যামল হালদার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নুপুর দাস । ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে । অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নুপুর দাসের পরিবার ৷

আরও পড়ুন:মাথাভাঙ্গায় শীতলকুচির ছায়া ! ছোটবেলার বান্ধবীকে 'খুনের চেষ্টা' যুবকের

Last Updated : Apr 10, 2023, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details