পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Accident Averted: ইঞ্জিন থেকে আলাদা হল 10 কামরা, ডালখোলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস - ট্রেন দুর্ঘটনা

ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল ট্রেনের 10টি কামরা ৷ উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস ৷

Train Accident Averted
Train Accident Averted

By

Published : Jun 20, 2023, 6:30 PM IST

Updated : Jun 20, 2023, 8:18 PM IST

ডালখোলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস

রায়গঞ্জ, 20 জুন:রেলের ফাঁড়া যেন আর কাটছেই না ! ওড়িশার ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটতে পারেনি ৷ এরই মধ্যে এ বার বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল লোহিত এক্সপ্রেস । মঙ্গলবার উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে এই দূরপাল্লার ট্রেন । ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা ৷

গুয়াহাটি ছেড়ে জম্মু তাওয়াই-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল লোহিত এক্সপ্রেস ৷ তার মধ্যে ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি । স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে পড়ে ৷ প্রায় 10টি কামরা আলাদা হয়ে যায় ইঞ্জিন থেকে । আর এতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডালখোলার স্টেশন মাস্টার-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তাঁরা ৷

ইঞ্জিন থেকে আলাদা হল 10 কামরা

প্রত্যক্ষদর্শীরা জানান, 15651 লোহিত এক্সপ্রেস গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই যাওয়ার পথে ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে । ইঞ্জিন আর কামরার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে । কী হল অনেকেই বুঝতে না পেরে ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসেন । স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিন থেকে 10টির মতো কামরা আলাদা হয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে রেলপুলিশ ও ডালখোলা থানার পুলিশ ।

ডালখোলার কাছে দুর্ঘটনা

আরও পড়ুন:দীর্ঘ লড়াইয়ে হার মানলেন কলকাতার যুবক, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে 292

উল্লেখ্য, দিনকয়েক আগেই বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন ৷ তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস । যার জেরে বহু মানুষ প্রাণ হারান । আহত হন অসংখ্য মানুষ ৷ এই বিরাট দুর্ঘটনার পরও রেল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলে অভিযোগ ৷ কেন বারবার একের পর এক ট্রেন এভাবে দুর্ঘটনার কবলে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা । তাঁদের দাবি, উদাসীনতার কারণে রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে না । প্রায় দিনই প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে সফর করতে হচ্ছে যাত্রীদের । যদিও এ দিনের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।

Last Updated : Jun 20, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details