পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোয়ালপোখরে সোনার বিস্কুট-সহ গ্রেপ্তার 1 পাচারকারী - উত্তর দিনাজপুরে সোনার বিস্কুট পাচার

পাচারের পূর্বেই সোনার বিস্কুট উদ্ধার । রায়গঞ্জের গোয়ালপোখর থানা এলাকা থেকে এক সোনা পাচারকারী গ্রেপ্তার । পুলিশ তদন্ত শুরু করেছে । এই সোনা পাচারের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ।

গোয়ালপোখরে সোনার বিস্কুটসহ গ্রেপ্তার 1 পাচারকারী
গোয়ালপোখরে সোনার বিস্কুটসহ গ্রেপ্তার 1 পাচারকারী

By

Published : Dec 23, 2020, 5:31 PM IST

রায়গঞ্জ, 23 ডিসেম্বর : 396 গ্রাম সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ । গতকাল রাতে ওই পাচারকারীকে গোয়ালপোখর থানার বড় বিল্লা গ্রামের স্টেট ব্যাঙ্কের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম মেহমুদ আলম, গোয়ালপোখর থানার সাহাপুর এলাকার বাসিন্দা ।

আরও পড়ুন : 25 লাখ টাকার সোনার বিস্কুট-সহ গ্রেপ্তার 1

গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ গতকাল রাতে বড়বিল্লা গ্রামের স্টেট ব্যাঙ্কের সামনে হানা দেয় । সেখানে মেহমুদকে সন্দেহজনক অবস্থায় মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । জিজ্ঞাসাবাদ করতেই কথার অসংলগ্নতা ধরা পড়ে । তল্লাশি চালাতেই মেহমুদের প্যান্টের পকেট থেকে 3 টি সোনার বিস্কুট উদ্ধার হয় । সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু সোনার গহনা । একটি মোবাইল ফোন উদ্ধার হয় ।

আরও পড়ুন : বনগাঁ সীমান্তে দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বাংলাদেশ থেকে চোরাপথে সোনাগুলি ভারতে আসে । ওই সোনা ইসলামপুর এবং কিষাণগঞ্জে দিতে যাচ্ছিল সে। মেহমুদ স্বীকার করে নিয়েছেন, বেশ কিছু দিন ধরেই সোনা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে । এই সোনা পাচারের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details