দেগঙ্গা, 13 নভেম্বর : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট । তার আগে মানুষের মন পেতে উদ্যোগী হল তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদ । দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা দেগঙ্গার প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারে হাত দিল তারা । নবনির্মিত সেই রাস্তা সংস্কারের সূচনাও হল আজ । ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এর সূচনা করলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দোপাধ্যায় । অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আবদুল ওদুদ, স্থানীয় পঞ্চায়েত প্রধান আঞ্জুয়ারা বিবি সহ শাসকদলের জনপ্রতিনিধিরা ।
হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গার দোগাছিয়া থেকে শ্মশান ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল । যার জেরে এলাকার লোকজনের যাতায়াতে চরম সমস্যা হচ্ছিল । ভাঙাচোরা রাস্তায় মাঝেমধ্যেই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা । অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি-কে বারবার বেহাল রাস্তা সংস্কার নিয়ে দরবার করা হলেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি ।এই নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে । বিষয়টি বুঝতে পেরেই বেহাল রাস্তা সংস্কারে তৎপর হন স্থানীয় জেলা পরিষদ সদস্য ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ।
তিনি মানুষের ক্ষোভের কথা তুলে ধরেন জেলা পরিষদের বোর্ড মিটিংয়ে । এরপরই ক্ষোভ মেটাতে দেড় কিলোমিটার বেহাল ওই রাস্তা সংস্কারে উদ্যোগী হয় তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদ । এর জন্য বরাদ্দ করা হয় 44 লাখ 50 হাজার টাকা । আজ দুপুরে নবনির্মিত সেই রাস্তা সংস্কারের শুভ সূচনা হল দেগঙ্গার দোগাছিয়া এলাকায় । বিধানসভা ভোটের আগে এলাকার মানুষের মন পেতেই জেলা পরিষদ তড়িঘড়ি এই রাস্তা সংস্কারে হাত দিল বলে মনে করছে রাজনৈতিক মহল ।