বারাসত, 24 জুলাই : আগামী 26 জুলাই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলা পারিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের থাকার কথা । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মুখেই পদত্যাগ করলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন । তিনি জেলা পরিষদের 51 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন । বাদুড়িয়ার মহেশপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক লিটন । সম্প্রতি প্রধান শিক্ষকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাদুড়িয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি লিটন ।
লিটনের পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা ছড়িয়েছে । লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তর 24 পরগনা জেলা তৃণমূলে জ্যোতিপ্রিয় মল্লিকের শিবিরের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ঠান্ডা লড়াই চলছে । লিটন আগাগোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কাছের লোক' হিসেবে দলে পরিচিত । বাদুড়িয়ায় দলের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে লিটনের সঙ্গে দড়ি টানাটানি চলছে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহের । তুষার আবার দলীয় সমীকরণে দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ।