বারাসত, 1 সেপ্টেম্বর: দিবালোকে বৃদ্ধার গলায় ছুরি চালিয়ে খুনের অভিযোগ উঠল বছর 22'র এক যুবকের বিরুদ্ধে । মৃত ওই বৃদ্ধার নাম পুতুল দাস । বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে ছুরি চালিয়ে খুনের ঘটনায় স্তম্ভিত এলাকার লোকজন । স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । খুনের পর আততায়ী এলাকা ছেড়ে সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন (Youth surrenders after murder Old Woman) । পরে পরিবারের লিখিত অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় অভি সমাদ্দার নামে ওই যুবককে । তবে কী কারণে ধৃত যুবক বৃদ্ধার গলায় ছুরি মারতে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ধৃতকে জেরা করে এই বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা করছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, বছর 65'র ওই বৃদ্ধার বাড়ি বারাসতের হৃদয়পুরের শান্তিনিকেতন পল্লীতে । খেজুর পাতা কুড়িয়ে বাড়িতেই তিনি মাদুর-সহ বিভিন্ন ধরণের জিনিস বানাতেন । এটাই ছিল ওই বৃদ্ধার পেশা । প্রতিদিনের মতো এদিন সকালেও বৃদ্ধা খেজুর পাতা কুড়াতে গিয়েছিলেন স্থানীয় একটি মাঠে । খেজুর পাতা কুড়িয়ে সেখান থেকেই বাড়ির দিকে ফিরছিলেন তিনি । পথে হঠাৎই অপরিচিত এক যুবক পিছন থেকে এসে বৃদ্ধার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । এরপর কোনওরকমে উঠে প্রতিবেশীদের সাহায্য চায় বৃদ্ধা । তখনও বৃদ্ধার সারা শরীর রক্তে মাখা ।
এমন দৃশ্য দেখে শিউরে উঠেন স্থানীয়দের অনেকেই । বৃদ্ধার রক্ত বন্ধ করার আপ্রাণ চেষ্টাও করেন স্থানীয়রা । কিন্তু শেষ রক্ষা হয়নি । বারাসত জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Murder in Barasat) ।