টিটাগড়, 6 নভেম্বর: টিটাগড় আছে টিটাগড়েই ! এবার জনবহুল এলাকায় গুলি করে খুন করা হল এক যুবককে । মৃতের নাম মহম্মদ হাসান । তিনি স্থানীয় একটি মাংসের দোকানের কর্মী বলে জানা গিয়েছে । রীতিমতো ফিল্মি কায়দায় বাইকে করে এসে দুষ্কৃতীরা ওই যুবকের দেহ গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকেরা মহম্মদ হাসান নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন । বুধবার ভরসন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ের ওরনপাড়া এলাকায়। কী কারণে এই খুন তা জানা না-গেলেও এর পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলে অনুমান পুলিশের । ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দিনদু'য়েক আগে টিটাগড়ের এই ওরনপাড়া এলাকাতে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সংঘর্ষে আহত হন একজন। সংঘর্ষের জেরে এলাকার বেশ কিছু টোটো এবং মোটরবাইকও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তারও আগে তৃণমূলের দুই কাউন্সিলরের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল টিটাগড়ের পুরানি বাজার এলাকা । সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়ে ছিলেন আকাশপ্রসাদ নামে এক তৃণমূল কর্মী । এদিনের খুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ না-থাকলেও এলাকার বাসিন্দারা বলছেন টিটাগড়ে এই দুষ্কৃতী দৌরাত্ম্যের পিছনে রাজনৈতিক নেতাদের কোথাও না কোথাও যোগ রয়েছে । তা না-হলে দুষ্কৃতীরা এভাবে দাপিয়ে বেড়াতে পারে না টিটাগড় অঞ্চল জুড়ে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যাতে বাড়ির কাছেই মাংসের দোকানে বসেছিলেন বছর তেত্রিশের ওই যুবক । তখনই দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় তাঁকে লক্ষ্য করে । দোকানের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই আততায়ীরা চম্পট দেয় সেখান থেকে । জনবহুল এলাকায় এভাবে দুষ্কৃতীরা যুবককে গুলি করে খুন করায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । ক্ষোভও ছড়ায় এলাকাবাসীর মধ্যে ।
আরও পড়ুন : মানব পাচারের তদন্তে বারাসতে এনআইএ, ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলল নগদ 15 লক্ষ