পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের আসরে ঝগড়া, যুবককে গুলি দাদার - elder brother

নিমতার অম্বিকানগরে মদের আসরে কথা কাটাকাটি ৷ রিভলভার বের করে যুবককে গুলি দাদার ৷ হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

মৃত ভাই অভিজিৎ চৌধুরী

By

Published : Aug 26, 2019, 5:58 PM IST

দমদম , 26 অগাস্ট : মদের আসরে ঝগড়ার সময় যুবককে গুলি দাদার ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন ৷ মৃতের নাম অভিজিৎ বারুই (22) ৷ ঘটনাটি নিমতা থানার অম্বিকানগরের ৷ অভিযুক্ত দাদা সুরজিৎ বারুইকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ৷ তার বিরুদ্ধে খুনের মামলা রজু হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে , পাটনা ঠাকুরতলা এলাকার অম্বিকানগরে সুরজিৎ তার খুড়তুতো ভাই অভিজিৎ ও আরও কয়েকজনকে নিয়ে গতকাল রাত 12টা নাগাদ স্থানীয় মন্দিরের চাতালে মদের আসর বসায় । সেখানেই দুই ভাইয়ের মধ্যে কোনও বিষয়ে গোলমাল শুরু হয় । সেইসময় রিভলভার বের করে সুরজিৎ অভিজিৎকে ভয় দেখানোর জন্য পায়ের দিকে গুলি চালায় । সেই গুলি চাতালে লেগে ছিটকে যায় ও অভিজিতের বুকে লাগে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে সে । গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন । এরপর অভিজিৎকে পানিহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ।

আরও পড়ুন : গলা কেটে শিশুকে খুন, মাকে খুনের চেষ্টা

স্থানীয়দের বক্তব্য, অভিজিৎ ভালো ফুটবল খেলতেন ৷ এলাকায় ভালো ছিল হিসেবে পরিচিত ছিল ৷

পুলিশ জানিয়েছে , ছোটোখাটো কোনও বচসার জেরেই দাদা তার ভাইকে গুলি করেছে । আজ সকালে সুরজিৎকে গ্রেপ্তার করা হয় । পুলিশের বক্তব্য, অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে । মদের নেশায় সে গুলি করে বসেছে বলেও দাবি তার । মদের আসরে উপস্থিত সঞ্জয় মিত্র নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃত দু'জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷ তাদের 9 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

ABOUT THE AUTHOR

...view details