দত্তপুকুর, 10 মে : কোরোনা যুদ্ধে সামিল পুলিশ কর্মীরাও। চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মীদের মতোই সামনের সারিতে দাঁড়িয়ে থেকে পুলিশ কর্মীরাও প্রতিনিয়ত লড়াই করে চলেছেন কোরোনার বিরুদ্ধে।কখনই নিজেদের জীবনের পরোয়া করেননি তাঁরা।বরং ঝুঁকি নিয়েই কোরোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।শত বাধা আসলেও নিজেদের কর্তব্যে অটল পুলিশ। লকডাউন কার্যকর করতে রাস্তার মোড়ে মোড়ে নিঃশব্দে কর্তব্য পালন করে চলেছেন।সেই সমস্ত পুলিশ কর্মীদের উপর ফুল ছিটিয়ে কুর্নিশ জানাল স্থানীয় একদল যুবক।শুধু কুর্নিশ জানানোয় নয়,তাঁদের চা খাওয়ানো থেকে টিফিনও তুলে দেওয়া হয় হাতে।আর যুবকদের এমন উদ্যোগের সাক্ষী রইল দত্তপুকুরের নীলগঞ্জ ব্যাঙ্ক মোড় ৷
কোরোনা মোকাবিলায় লকডাউন জারি হওয়ার পর থেকেই নিঃশব্দে কর্তব্য পালন করতে দেখা গিয়েছে পুলিশের নিচু তলার কর্মীদের। দিনরাত এক করে কর্তব্য পালনের মাধ্যমে শুধু চেয়েছেন সাধারণ মানুষ যাতে সুস্থ থাকতে পারেন। রাস্তার মোড়ে হোক কিংবা কনটেইনমেন্ট জোন এলাকা, লকডাউন কার্যকরী করতে গিয়ে কখনও কঠোর হওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে। আবার কখনও উঠেছে গা ছাড়া মনোভাবের অভিযোগ । রেড জোন উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত,দত্তপুকুর,দেগঙ্গা সহ বেশ কিছু জায়গায় মাঝে মাঝেই এমন অভিযোগ উঠে এসেছে।কিছু জায়গায় তো আবার লকডাউন অমান্য করে জিনিসপত্র কেনার হিড়িক দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে।