দেগঙ্গা, 23 সেপ্টেম্বর : জমিতে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম সাবির আলি(২৬)। ঘটনাটি দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের বড় বিশ্বেশ্বরপুর গ্রামের । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে ।
দেগঙ্গায় বজ্রাঘাতে মৃত্যু যুবকের - দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের বড় বিশ্বেশ্বরপুর গ্রাম
বৃষ্টি উপেক্ষা করেই চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের বড় বিশ্বেশ্বরপুর গ্রামের ওই যুবক । এমন সময় বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন ।
![দেগঙ্গায় বজ্রাঘাতে মৃত্যু যুবকের a youth died in lightning](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:57:37:1600864057-wb-n24-02-sunlightdeadondeganga-still-raju-10009-23092020173145-2309f-1600862505-681.jpg)
নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে দেগঙ্গায় । সঙ্গে সমানতালে বজ্রপাত । বৃষ্টি উপেক্ষা করেই চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। এমন সময় বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন । আশপাশের লোকজন দেখতে পেয়ে ওই যুবককে উদ্ধার করে চাষের জমি থেকে ।
বজ্রাঘাতে তাঁর দেহের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে । সেই অবস্থায় যুবককে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পরে দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়।