পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিঙ্গলগঞ্জে মেলায় নাগোরদোলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের - basirhat

নাগোরদোলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল বসিরহাটের হিঙ্গলগঞ্জে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

youth died after falling down from carousel at basirhat
হিঙ্গলগঞ্জে মেলায় নাগোরদোলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

By

Published : Feb 28, 2021, 1:10 PM IST

বসিরহাট, 28 ফেব্রুয়ারি: মেলায় গিয়ে নাগোরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম অম্লান বর্মন (30) । শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের চাড়ালখালি হরিমেলায় । প্রাণ চঞ্চল,পরোপকারী যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । শোকস্তব্ধ পরিবারও ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রায় 100 বছরের পুরোনো চাড়ালখালি হরিমেলা । এই মেলা সুন্দরবনের মানুষের কাছে খুবই জাগ্রত । বছরের নির্দিষ্ট এই দিনে মেলা হয়ে আসছে সেখানে । মেলায় সুন্দরবন বিভিন্ন ব্লক থেকে অসংখ্য মানুষ ভিড় করেন ।

শনিবার রাতে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে অম্লান গিয়েছিলেন মেলা দেখতে । সেখানেই মোটরচালিত নাগোরদোলায় চেপেছিলেন তিনি । সঙ্গে ছিলেন বন্ধুরাও । নাগরদোলা দ্রুত গতিতে ঘোরার সময় আচমকাই টাল সামলাতে না-পেরে উপর থেকে নীচে পড়ে যান ওই যুবক । মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে তাঁর । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ন'নম্বর সান্ডেলবিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । সেখানেই অম্লানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন:মূল্য়বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে বসিরহাট থানা ঘেরাও কংগ্রেসের

আকস্মিক এই ঘটনায় হতভম্ব মেলা উদ্যোক্তারাও । গোটা ঘটনায় হতবাক সকলে । জানা গিয়েছে, মৃতের বাড়ি হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া এলাকায় । ঘটনার পর থেকেই শোকে বিহ্বল মৃতের পরিবার । তিন সন্তানের বাবা অম্লানের মৃত্যুতে কার্যত অথৈ জলে পড়েছেন পরিবারের লোকেরা ।

ABOUT THE AUTHOR

...view details