দক্ষিণেশ্বর, 20 জানুয়ারি : বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিল । সেইসময় দু'জনের মধ্যে বচসা হয় । আর তার জেরে বান্ধবীকে ছুরি দিয়ে কোপালো যুবক । অভিযুক্তের নাম সমীর চৌধুরি । তাকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ । ঘটনায় জখম যুবতি হাসপাতালে চিকিৎসাধীন । দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ঘটনা ।
দক্ষিণেশ্বর স্কাইওয়াকে বান্ধবীকে ছুরির কোপ, গ্রেপ্তার যুবক - বান্ধবীকে খুনের চেষ্টায় গ্রেপ্তার যুবক
বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে শুরু হয় বচসা । তার জেরে বান্ধবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল যুবক ।
![দক্ষিণেশ্বর স্কাইওয়াকে বান্ধবীকে ছুরির কোপ, গ্রেপ্তার যুবক Symbolic Image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5778972-thumbnail-3x2-arrest.jpg)
শুভশ্রী ও সমীর দু'জনেরই বাড়ি বারুইপুরে । দু'জনেই বন্ধু । মাঝেমধ্যেই তারা দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের কাছে দেখা করতে আসত । আজও তারা দেখা করতে এসেছিল । সেইসময় কিছু বিষয় নিয়ে দু'জনের মধ্যে বচসা শুরু হয় । তারপর হঠাৎই ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে শুভশ্রীকে আঘাত করতে থাকে সমীর । বিষয়টি লক্ষ্য করেন এক কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী । তিনি সঙ্গে সঙ্গে জখম শুভশ্রী মজুমদারকে নিয়ে সাগরদত্ত মেডিকেল কলেজে ভরতি করেন ।
হাসপাতাল সূত্রে খবর, ঠিক সময়ে শুভশ্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসায় তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে । অন্যদিকে শুভশ্রীর অভিযোগের ভিত্তিতে সমীর চৌধুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।