বনগাঁ, 14 জুলাই : বনগাঁয় মদের আসরে এক সুদের কারবারিকে খুনের অভিযোগ উঠল ।মৃতের নাম সমীর মণ্ডল (38)। বাড়ি গাইঘাটার ভেন্নাপাড়ায় । গতরাতে বনগাঁর রাজবল্লভপুর হাইস্কুল লাগোয়া মাঠ থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে । ঘটনায় মৃতের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । পরিকল্পনা করেই সমীরকে খুন করা হয়েছে বলে অভিযোগ ।
সমীর কয়েক বছর ধরে এলাকায় সুদের কারবার চালাচ্ছিলেন । মাঝেমধ্যেই তাঁর সঙ্গে ঋণগ্রহীতাদের গোলমাল হত । গতকাল বনগাঁ পশু হাসপাতাল লাগোয়া এলাকায় দিদির বাড়িতে গেছিলেন তিনি । খবর না পেয়ে পরিবারের সদস্যরা তাঁর এক বন্ধুকে ফোন করেন । ওই বন্ধু তখন বলেন, সমীরের ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছে । তাঁরা তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাচ্ছেন ।
বনগাঁয় মদের আসরে যুবক খুন - মদের আসরে যুবক খুন
বনগাঁয় খুন এক যুবক ৷ নাম সমীর মণ্ডল (38) । তাঁর বাড়ি গাইঘাটার ভেন্নাপাড়ায়।
মদের আসরে যুবক খুন
পরিবারের অভিযোগ, হাসপাতালে গিয়ে তাঁরা সমীরের হদিশ পাননি । তারপর অনেক খোঁজাখুঁজির পর রাজবল্লভপুর এলাকা থেকে সমীরের মৃতদেহ উদ্ধার হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের আসরে কোনও বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরেই তাঁকে খুন করা হতে পারে। মৃতের আত্মীয় কমলা মণ্ডল বলেন, "আমার ভাইকে বন্ধুরাই কিছু খাইয়ে বেহুঁশ করে খুন করেছে।"