হাড়োয়া, 30 মে:অবৈধ সম্পর্কের জেরে প্রেমিককে ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠল প্রেমিকা,তার স্বামী, তার বাবা এবং দিদির বিরুদ্ধে । খুনের পর প্রমাণ লেপাটের চেষ্টা করে অভিযুক্ত প্রেমিকা ও তার পরিবার ৷ মৃতের নাম স্বরূপ প্রামাণিক (27)। তবে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রমাণ লোপাট করতে সক্ষম হয়নি অভিযুক্তরা ৷ উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালদাসপুরে ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তর 24 পরগনার হাড়োয়ার পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিকা চম্পারুই দাস, তার স্বামী গৌতম, চম্পার বাবা খোকন সাহা ও দিদি চৈতালীকে গ্রেফতার করেছে পুলিশ (House Wife Murder Her lover) ৷
জানা গিয়েছে, অভিযুক্ত চম্পার বাপের বাড়ি হাড়োয়ার গোপালনগরের দাসপাড়ায় ৷ শ্বশুরবাড়ি আসানসোলে ৷ স্বামী গৌতম অটো চালান সেখানেই । দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে । কয়েক মাস আগে ফোনে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় বাঁকুড়ার বাসিন্দা স্বরূপ প্রামাণিকের । তবে কর্মসূত্রে স্বরূপ আসানসোলে থাকত ৷ সেইসূত্রে দু'জনের পরিচয় আরও গাঢ় হতে শুরু করে। ক্রমেই তা প্রেমে পরিণত হয় । স্বামীর অবর্তমানে দু'জনের মধ্যে প্রেমালাপ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে ৷ সম্প্রতি তাদের এই অবৈধ সম্পর্কের কথা চম্পার স্বামী জানতে পারায় তা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয় । অশান্তি থেকে রেহাই পেতে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই গৃহবধূ । কিন্তু তাতে রাজি ছিলেন না প্রেমিক । উপরন্তু ওই যুবক গৃহবধূকে দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন বলেই জানায় অভিযুক্তরা ৷