পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমের ফাঁদে ফেলে ভিনরাজ্যে নিয়ে গিয়ে যুবতিকে ধর্ষণ, বিক্রির চেষ্টা - যুবতিকে ধর্ষণ করে পাচারের চেষ্টা

বছর চব্বিশের ওই যুবতির দুটি পুত্রসন্তান । অভিযুক্ত মইনুল গাজি পেশায় রাজমিস্ত্রি । এই যুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মইনুল । তারপর কাজ দেওয়ার নাম করে সে ওই যুবতিকে তামিলনাড়ু নিয়ে যায় । যুবতির অভিযোগ, সেখানে  টানা 20 দিন মইনুল তাঁকে ধর্ষণ করেছে । শুধু তাই নয়, তাঁকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়ারও ছক কষেছিল মইনুল ।

নির্যাতিতা
physicaly harrased

By

Published : Dec 8, 2019, 9:39 PM IST

হাসনাবাদ, 8 ডিসেম্বর : কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল । নির্যাতিতা উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বাসিন্দা । ওই বিবাহিত যুবতিকে প্রতিবেশীযুবক কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যায় । সেখানে তাঁকে ধর্ষণের পর বিক্রি করে দেওয়ার ছক করেছিল বলে অভিযোগ নির্যাতিতার । কোনওরকমে সেখান থেকে পালিয়ে এসে ওই যুবতি হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন ।

বছর চব্বিশের ওই যুবতির দুটি পুত্রসন্তান । অভিযুক্ত মইনুল গাজি পেশায় রাজমিস্ত্রি । এই যুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মইনুল । তারপর কাজ দেওয়ার নাম করে সে ওই যুবতিকে তামিলনাড়ু নিয়ে যায় । যুবতির অভিযোগ, সেখানে টানা 20 দিন মইনুল তাঁকে ধর্ষণ করেছে । শুধু তাই নয়, তাঁকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়ারও ছক কষেছিল মইনুল ।

ওই যুবতি কোনও রকমে সেখান থেকে পালিয়ে গ্রামে ফিরে আসে । তারপর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করে । ওই যুবতি বলে, "আমি মইনুলকে চিনতাম । ও আমাকে ভালো কাজ দেবে বলেছিল । আমি ওর কথা বিশ্বাস করেছিলাম । কিন্তু তামিলনাড়ু নিয়ে গিয়ে আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে মইনুল । আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার ছক করেছিল । আমার টাকা-পয়সা ও সোনার গয়নাও কেড়ে নিয়েছে । আমি কোনও রকমে পালিয়ে এসেছি ।" যুবতির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details