বসিরহাট, 26 অগস্ট: নয়ানজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকায় । খবর পেয়ে পুলিশ এসে শনিবার ওই যুবতীর দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । যা দেখে অনুমান তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । খুনের আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাদুড়িয়া থানার অন্তর্গত আটুরিয়া পঞ্চায়েতের বেলঘরিয়া খোড়গাছি এলাকায় রাস্তার পাশে নয়ানজুলিতে ওই যুবতীর দেহটি পড়ে থাকতে দেখা যায় । স্থানীয় এক কৃষক চাষের কাজে যাওয়ার সময় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন । দেহ দেখে আতঁকে ওঠেন তিনি । তাঁর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে । পরে তাঁরাই খবর দেন বাদুড়িয়া থানায় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে নয়ানজুলি থেকে ।