ভাটপাড়া, 22 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল এক যুবক । নাম অনুপ চৌধুরি । ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনের ঘটনা । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, কাজের সূত্রে বাইরে থাকে অনুপ। স্বাস্থ্যসাথীর কার্ড করাতে বাড়ি ফিরেছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টা 20 নাগাদ স্থানীয় বাসিন্দা সাহিল-সহ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। অনুপ পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে সাহিলের লোকজন গুলি করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ । পেটে গুলিবিদ্ধ অবস্থায় অনুপকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখান থেকে তাঁকে পাঠানো হয় কলকাতার আরজি কর হাসপাতালে। সেখানেই আজ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।