ব্যারাকপুর, 6 মে : ফের দুষ্কৃতী দৌরাত্ম্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু রাজ্যে ৷ এবার অকুস্থল টিটাগড় ৷ তোলা দিতে না-চাওয়ায় সেলিম সাহাজি নামে বছর কুড়ির এক যুবককে গুলি করে খুনের অভিযোগ টিটাগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে (Young man shot dead in Titagarh) ৷ তোলা দিতে না-চাওয়ার জেরেই খুন কি না, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজেও চলছে তল্লাশি ৷
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় বন্ধুদের সঙ্গে মেলায় গিয়েছিল সেলিম। কিন্তু রাত বাড়লেও ছেলে বাড়ি না-ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারের ৷ এমন সময় কয়েকজন বন্ধু সেলিমের বাড়িতে এসে খবর দেয় টিটাগড় স্টেশনের 10 নম্বর রেলগেটের কাছে তাঁর দেহ পড়ে রয়েছে ৷ তড়িঘড়ি ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই সেলিমকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের সময় সেলিমের পিঠে বুলেটের ক্ষত ছিল বলে জানা গিয়েছে ৷ মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা লোকজন ৷ দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরুদ্ধে সরব হন তারা।