পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিমতায় নিজের অপহরণের নাটক ফেঁদে বিপাকে যুবক - police arrested

লকডাউনে চাকরি খোয়ানোর পর অর্থাভাবে তাঁর বিলাসবহুল জীবনযাপন বাধার মুখে পড়ে। এরপরে চলতি মাসের দুই তারিখে বাড়িতে ব্যাঙ্কে যাচ্ছি বলে বের হয়ে নিজের অপহরণের নাটক ফাঁদেন ওই যুবক ৷

কলকাতা
কলকাতা

By

Published : Sep 5, 2020, 11:01 PM IST

নিমতা, 5 সেপ্টেম্বর : নিজের অপহরণের নাটক ফেঁদে বিপাকে পড়লেন নিমতার বাসিন্দা রনিত দে। রাজারহাটের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ।

পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী নিমতার ওলাইচণ্ডী তলার বাসিন্দা বছর 27-এর রণিত দে। লকডাউনে চাকরি খোয়ানোর পর অর্থাভাবে তাঁর বিলাসবহুল জীবনযাপন বাধার মুখে পড়ে। এরপরে চলতি মাসের দুই তারিখে বাড়িতে ব্যাঙ্কে যাচ্ছি বলে বের হয়ে নিজের অপহরণের নাটক ফাঁদেন ওই যুবক ৷ বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা চান ।

অপহরণের নাটক ফেঁদে বিপাকে যুবক
তারপরই যুবকের বাড়ির লোকজন নিমতা থানার দ্বারস্থ হয় ৷ মোবাইলের টাওয়ার লোকেশন থেকে রাজারহাটের একটি হোটেল থেকে রণিতকে আটক করে পুলিশ । পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপহরণের নাটকের কথা স্বীকার করেন ৷ তারপরই তাঁকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details