পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Shot in Gaighata : গাইঘাটায় বন্ধুদের নেশার আসরে চলল গুলি, আহত কিশোর - আহত এক তরুণ

গুলিবিদ্ধ হয়েছে এক বছর 17-এর তরুণ (Young Boy Shot in Gaighata)। আহত তরুণের নাম বিদ্যুৎ বেপারী । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকন পাড়া এলাকায় ।

Young Boy Shot in Gaighata
Young Boy

By

Published : May 29, 2022, 8:38 PM IST

গাইঘাটা, 29 মে : চার বন্ধু মিলে নেশার আসর বসিয়েছিল বাড়ির ছাদে । সেই নেশার আসরেই চলল গুলি । গুলিবিদ্ধ হয়েছে সতেরো বছরের এক কিশোর (Young Boy Shot in Gaighata)। আহত তরুণের নাম বিদ্যুৎ ব্যাপারি । উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকন পাড়া এলাকায় রবিবার দুপুরের ঘটনা ।

পুলিশ সূত্রে খবর, শুভাশিস হালদারের দুই ছেলে সুবীর হালদার ও সায়নদীপ হালদার তাদের দুই বন্ধু অপ্রতিম হালদার ও গুলিবিদ্ধ যুবক বিদ্যুৎ ব্যাপারিকে নিয়ে বাড়ির ছাদে নেশার আসর বসিয়েছিল । সেখানে চারজন মিলে হেরোইনের নেশা করছিল । নেশার আসরে বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় অভিনয় করতে করতে গুলি চলে যায় । গুলি গিয়ে লাগে বিদ্যুতের পেটে । সুবীর ও সায়নদীপকে জিজ্ঞাসাবাদ করেই এমনটা জানতে পেরেছে তদন্তকারীরা ।

আরও পড়ুন :Habra Explosion : হাবড়ায় বাড়িতে বোমা ফেটে আহত বৃদ্ধা

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুবীর ও সায়নদ্বীপ বন্ধু বিদ্যুৎকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনায় সুবীর হালদার, দাদা সায়নদীপ হালদার ও অপ্রতিম হালদারকে আটক করেছে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ।

ABOUT THE AUTHOR

...view details