গাইঘাটা, 29 মে : চার বন্ধু মিলে নেশার আসর বসিয়েছিল বাড়ির ছাদে । সেই নেশার আসরেই চলল গুলি । গুলিবিদ্ধ হয়েছে সতেরো বছরের এক কিশোর (Young Boy Shot in Gaighata)। আহত তরুণের নাম বিদ্যুৎ ব্যাপারি । উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকন পাড়া এলাকায় রবিবার দুপুরের ঘটনা ।
পুলিশ সূত্রে খবর, শুভাশিস হালদারের দুই ছেলে সুবীর হালদার ও সায়নদীপ হালদার তাদের দুই বন্ধু অপ্রতিম হালদার ও গুলিবিদ্ধ যুবক বিদ্যুৎ ব্যাপারিকে নিয়ে বাড়ির ছাদে নেশার আসর বসিয়েছিল । সেখানে চারজন মিলে হেরোইনের নেশা করছিল । নেশার আসরে বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় অভিনয় করতে করতে গুলি চলে যায় । গুলি গিয়ে লাগে বিদ্যুতের পেটে । সুবীর ও সায়নদীপকে জিজ্ঞাসাবাদ করেই এমনটা জানতে পেরেছে তদন্তকারীরা ।