পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্ত থেকে উদ্ধার তিন লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট - উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি বাজার

বিএসএফ জওয়ানদের দেখেই ঘটনাস্থানে কালো রঙের একটি ছোটো ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা । ব্যাগটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদকগুলো ৷

yaba
yaba

By

Published : Dec 17, 2020, 7:34 AM IST

বসিরহাট, 17 ডিসেম্বর : ছোট লাল রঙের ট্যাবলেট, মাদকাসক্তদের কাছে যা 'বরফ' নামে পরিচিত । সেই ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী । গতকাল উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি বাজার সংলগ্ন এলাকা থেকে ওই মাদক ট্যাবলেটগুলো উদ্ধার করে বিএসএফ ৷

উদ্ধার করা হয়েছে 795টি ইয়াবা ট্যাবলেট ৷ ট্যাবলেটগুলো দেখতে লাল রঙের । বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় তিন লাখ 97 হাজার 500 টাকা । বিএসএফ জানাচ্ছে, মাদকগুলো বাংলাদেশে পাচারের ছক কষেছিল পাচারকারীরা ।

আরও পড়ুন : শিলিগুড়িতে বাজেয়াপ্ত 45 লাখের ইয়াবা ট্যাবলেট, গ্রেপ্তার 2

গতকাল বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা বিথারি বাজার সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান । বিএসএফ জওয়ানরা তাঁদের কাছে যাওয়া শুরু করলেই ঘটনাস্থানে কালো রঙের একটি ছোটো ব্যাগ ফেলে পালিয়ে যায় । ব্যাগটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদকগুলো ৷ উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিত্রসএফ ৷

ABOUT THE AUTHOR

...view details