পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Examination 2022 : রাইটার ছাড়াই বাংলা ও ইংরেজি পরীক্ষা, ব্যাপক শোরগোল দেগঙ্গায়

রাইটার ছাড়াই বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিতে বাধ্য হলেন বিশেষভাবে সক্ষম দুই মাধ্যমিক পরীক্ষার্থী (Writters Not Arranged For Physically Abled Child)। হইচই শুরু হতেই প্রশাসনের হস্তক্ষেপে জুটল ভূগোল পরীক্ষার রাইটার । আমিনুর ও দীপায়ন দু'জনেই দেগঙ্গার রামনগরের বাসিন্দা ৷

Madhyamik Examination
Madhyamik Examination

By

Published : Mar 9, 2022, 9:15 PM IST

Updated : Mar 9, 2022, 9:58 PM IST

দেগঙ্গা, 9 মার্চ : দু'জনেই বিশেষভাবে সক্ষম । চোখে দেখতে পান না কেউই । সেই অবস্থায় জীবনের প্রথম বড় কোনও পরীক্ষায় রাইটার ছাড়াই বসতে হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী আমিনুর সরদার এবং দীপায়ন দাসকে (Writters Not Arranged For Physically Abled Child)।

রাইটার না পেয়ে বাংলা ও ইংরেজি পরীক্ষার উত্তরপত্র সম্পূর্ণ সাদা খাতায় জমা দিতে বাধ্য হন তারা । তবে, আজ ভূগোল পরীক্ষার জন্য ওই দুই বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে । তাও আবার প্রশাসনের হস্তক্ষেপে (Madhyamik Examination 2022) । যদিও আগের দুটি পরীক্ষায় রাইটার না-পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার ৷

আরও পড়ুন : Panchayet Officer Beaten in Malda : সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে

আমিনুর ও দীপায়ন দু'জনেই দেগঙ্গার রামনগরের বাসিন্দা । তারা হাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । আমিনুর 100 শতাংশই প্রতিবন্ধী । সে দু চোখেই দেখতে পায় না । দীপায়ন অবশ্য 90 শতাংশ প্রতিবন্ধী । সেও চোখে দেখতে পায় না আমিনুরের মতোই ।

তবে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম বলছে, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য রাইটারের ব্যবস্থা রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে । যাতে তারা আর পাঁচজন পরীক্ষার্থীর মতো ভালভাবে পরীক্ষা দিতে পারেন । অথচ প্রথম দু'দিনের পরীক্ষায় তাদের জন্য কোনও রাইটারের ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ । রাইটার না পেয়ে অগত্যা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসতে হয় এই মাধ্যমিক পরীক্ষার্থীকে । এমনই অভিযোগ করছে আমিনুর এবং দীপায়নের পরিবার ।

আরও পড়ুন : NIA Raids Multiple Places in Kashmir : কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএর অভিযান

এদিকে, এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায় । শেষে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ আজ অর্থাৎ ভূগোল পরীক্ষায় রাইটারের ব্যবস্থা করে আমিনুর এবং দীপায়নের জন্য । তবে, বাংলা ও ইংরেজি পরীক্ষায় আমিনুর এবং দীপায়ন সাদা খাতা জমা দেওয়ায় চিন্তিত পরিবার । এমত অবস্থায় তাঁদের যদি পুনরায় ওই দুটি পরীক্ষার ব্যবস্থা করা হয় কিংবা বাংলা ও ইংরেজি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়, তা পুনর্বিবেচনা করার আরজি জানানো হয়েছে পরিবারের তরফে ।

আরও পড়ুন : Worker Dies in Jalpaiguri : রেলের ইলেকট্রিক লাইনে দুর্ঘটনায় মৃত এক, আহত 3

তবে গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ।

Last Updated : Mar 9, 2022, 9:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details