বসিরহাট, 28 অগস্ট: এবার রেল স্টেশন থেকে বিপুল টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরল পুলিশ । ধৃতের নাম পিন্টু মণ্ডল । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার পূর্ব রেলের শিয়ালদা-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশন থেকে বমাল সমেত পাকড়াও করা হয় ওই পাচারকারীকে ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে থাকা ব্যাগ থেকে দশটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে । যেগুলির আনুমানিক ওজন প্রায় 959 গ্রাম । বাজারমূল্য 60 লক্ষ টাকা (worth of 60 lakh rupees gold recovered) । বিপুল টাকার এই সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু তার আগেই সোনার বিস্কুট-সহ পাচারকারীকে গ্রেফতার করে সাফল্য পেল পুলিশ । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।
এদিন সকালে ভ্যাবলা রেল স্টেশনে বছর 21'র এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের । তখনই পুলিশ কর্মীরা আটক করে সন্দেহভাজন ওই যুবককে । এরপর যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয় । ব্যাগ খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান পুলিশ কর্মীরা । দেখেন ব্যাগের ভিতরে থরথরে সাজানো সোনার বিস্কুট । তাতেই চোখ কপালে ওঠে পুলিশের । সোনার বিস্কুট সমেত যুবককে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায় । পরে ওই সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।