বারাসত , 27 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের আরোগ্য কামনার মহাযজ্ঞ আয়োজিত হল বারাসতে । গতকাল রাতে বারাসতের অশ্বিনী পল্লীর এক কালী মন্দিরে এই মহাযজ্ঞের আয়োজন করেন মন্ত্রীর অনুগামী তৃণমূল নেতা ও কর্মীরা ।কালী মন্দিরে পুরোহিত দিয়ে রীতিমতো ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় । কোরোনা আবহে সীমিত সংখ্যক মানুষ নিয়ে এই যজ্ঞে সামিল হন মন্ত্রীর অনুগামীরা ।
সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর । সেই সঙ্গে কোরোনা আক্রান্ত হন তাঁর মা-সহ পরিবারের আরও দু'জন । সংক্রমিত হওয়ার পর থেকেই কোলাঘাটের এক সরকারি অতিথি নিবাসে হোম আইসোলেশনে রয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে, বয়সের কারণে তাঁর মা-কে ভরতি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই এখন চিকিৎসা চলছে তাঁর । সংক্রমণ ধরা পড়লেও মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে কোরোনার তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে । আপাতত মন্ত্রী ও তাঁর মা দু'জনেই সুস্থ আছেন বলে খবর ।
শুভেন্দু ও তাঁর মায়ের আরোগ্য কামনায় মহাযজ্ঞ বারাসতে - Worship for Suvendu Adhikari and his mother
পরিবহন মন্ত্রী কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই জেলায় জেলায় চলছে মহাযজ্ঞ ৷ এবার সেই যজ্ঞ আয়োজিত হল উত্তর 24 পরগনার বারাসতে ।
ইতিমধ্যে কোরোনা আক্রান্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের শারীরিক অবস্থা নিয়ে সাংসদ শিশির অধিকারীর কাছ থেকে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মন্ত্রীর কোরোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর আরোগ্য কামনায় জেলায় জেলায় চলছে মহাযজ্ঞ । এবার সেই যজ্ঞ আয়োজিত হল উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে ।
এই বিষয়ে তাঁর অনুগামী তৃণমূল নেতা সুভাষ মিত্র বলেন ,"মমতা বন্দোপাধ্যায়ের পর এই রাজ্যে যদি কোনও জননেতা থাকে , তাঁর নাম শুভেন্দু অধিকারী । তিনি আন্দোলনের মাধ্যমে উঠে এসেছেন । সেই সঙ্গে তিনি পরোপকারী । বিপদে তিনি সবসময় মানুষের পাশে থাকেন । আমরাও তাঁর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি । তাই এরকম একজন জনদরদি নেতা ও তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনায় আমরা শান্তি যজ্ঞের আয়োজন করেছি । BJP-র বাড়বাড়ন্ত রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আর যদি কেউ পারেন তিনি হলেন শুভেন্দু অধিকারী । তাই আমরা চাইছি উনি দ্রুত সুস্থ হয়ে মানুষের সেবায় আবার নিয়োজিত হন । সেই সঙ্গে BJP-র বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে তুলুক ৷"