ভাটপাড়া, 27 জানুয়ারি :মিলে কাঁচামালের অভাব ৷ তাই কাজ বন্ধের নোটিস ৷ যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার জুটমিল শ্রমিক ৷এমনই পরিস্থিতি ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে ৷ বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটির পর বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে রীতিমতো ভেঙে পড়েন মিল শ্রমিকরা ৷ প্রতিবাদে তাঁরা স্থানীয় কাঁকিনাড়া স্টেশন (kankinara station blockaded) অবরোধ করেন ৷
এই করোনা আবহে মিল বন্ধের নোটিসে সমস্যায় পড়েছেন মিল শ্রমিকরা ৷ অবিলম্বে মিল খোলার দাবিতে মিল শ্রমিকদের কাঁকিনাড়া রেল স্টেশন অবরোধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে রেল পরিষেবা ৷ যার জেরে সাময়িকভাবে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা ৷ এক ঘণ্টা অবরোধ চলার পর খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া থানার পুলিশ ও ব়্যাফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় । এই ঘটনায় দু‘জনকে আটক ও একজনকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন :জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ