পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোকনগরে মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে

মহিলাকে মারধর ও ভাঙচুরের ঘটনার সুবিচার চেয়ে বুধবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন আক্রান্তের পরিবার । মঙ্গলবার রাতে অশোকনগরে ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ।

ASHOK NAGAR
বারাসতে মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে

By

Published : Jun 23, 2021, 10:19 PM IST

Updated : Jun 24, 2021, 9:32 AM IST

বারাসত, 23 জুন :মহিলাকে মারধর ও ভাঙচুরের ঘটনার সুবিচার চেয়ে বুধবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন আক্রান্তের পরিবার । মঙ্গলবার রাতে অশোকনগরে মহিলার বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে । পুলিশের এই দাদাগিরিতে হতবাক এবং ক্ষুব্ধ আক্রান্ত মামণি মণ্ডলের পরিবার‌ । ঘটনার সুবিচারের দাবিতে বারাসত জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান আক্রান্ত মহিলার স্বামী । দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি ।

যাওয়ার কথা ছিল এক বাড়িতে । পুলিশ চলে গেল অন্য একজনের বাড়িতে । এমনই আজব ঘটনা ঘটেছে অশোকনগরের গিলাপোল এলাকায় । প্রতিবেশী নবকুমার সর্দারের বাড়ির পারিবারিক গন্ডগোলের অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে সেখানে যায় অশোকনগর থানার কয়েকজন পুলিশ কর্মী । অভিযোগ,নবকুমারের বাড়িতে যাওয়ার পরিবর্তে পুলিশ কর্মীরা ভুলবশত ঢুকে পড়েন মামণির বাড়িতে । তারা সিভিল ড্রেসে থাকায় চেনা সম্ভব হয়নি মহিলার পক্ষে । কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কর্মীরা দরজায় লাথি মারতে শুরু করে । মহিলা প্রতিবাদ করলে পুলিশের লাঠি দিয়ে সজোরে আঘাত করা হয় তার পায়ে । এভাবে বেশ কয়েকবার মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । লাঠির আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা ।

মারধরের পাশাপাশি ঘরের জিনিসপত্র ভাঙচুর এবং তছনছের অভিযোগও উঠেছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে । ঘটনার সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না । পরে, ফোনে প্রতিবেশীদের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারেন তিনি । এদিকে, সংজ্ঞাহীন অবস্থায় মহিলাকে ফেলে রেখে পুলিশ কর্মীরা পালানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ ওঠে । ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে মহিলার প্রতিবেশীরা । ঘেরাও করে রাখা হয় অভিযুক্ত পুলিশ কর্মীদের । পরিস্থিতি বেগতিক বুঝে শেষে চাপে পড়ে পুলিশের গাড়িতে করে আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে । পরে,সেখান থেকে আহতকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে । বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার ।

অশোকনগরে মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুলিশ কর্মীদের বিরুদ্ধে

আরও পড়ুন: রেলের ই-টিকিটের বেআইনি বিক্রিতে গ্রেফতার বিজেপি নেতা

পুলিশের এই আচরণে ক্ষোভ ছড়িয়েছে সব মহলেই । সরব হয়েছে আক্রান্ত মহিলার পরিবারও । ঘটনার সুবিচার চেয়ে এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তি চেয়ে বুধবার বারাসতে এসে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান মহিলার স্বামী তপন মন্ডল । আইনজীবী মারফত অন্যান্য জায়গাতেও অভিযোগ জানানোর চিন্তাভাবনা করছেন তিনি । এই বিষয়ে আক্রান্ত মহিলার স্বামী তপন মন্ডল বলেন,'পাশের বাড়ির একটি ঘটনার মীমাংসা করতে এসে পুলিশ যেভাবে আমার বাড়িতে ঢুকে মারধর করেছে,তা অবর্ণনীয় । নিরপরাধ হওয়া সত্ত্বেও বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর করেছে পুলিশ কর্মীরা । এই ঘটনার সুবিচার চাই আমরা । এই দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি । '

Last Updated : Jun 24, 2021, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details