পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউমোনিয়ায় মহিলার মৃত্যু, কোরোনা আতঙ্কে রাস্তায় বাঁশের ব্যারিকেড - কোরোনাভাইরাস আপডেট

বারাসত পৌরসভার শালবাগান এলাকার বাসিন্দা বছর ৬৫-র ওই মহিলা সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । পরে তাঁর মৃত্যু হয় ৷ এলাকাবাসীদের সন্দেহ তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন ৷ তাই আতঙ্কে বাঁশের ব্যারিকেড দিয়ে ওই মহিলার গলির রাস্তা সিল করে দেওয়া হয় । যাতে অযাচিত লোকের প্রবেশ আটকানো যায় ।

Barasat
বাঁশের ব্যারিকেড এলাকাবাসীদের

By

Published : Apr 20, 2020, 8:30 PM IST

বারাসত, 20 এপ্রিল : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু । আর তার জেরে আতঙ্কিত হয়ে ওই মহিলার পাড়ার গলি বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দিল এলাকাবাসীরা । বারাসতের শালবাগান এলাকার ঘটনা । বাসিন্দাদের কথায় ,ওই মহিলার দেহ এখনও পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি । শোনা যাচ্ছে যে, বেসরকারি হাসপাতালে তিনি মারা গিয়েছেন ৷ সেখান থেকে তাঁর সোয়াবের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হবে । পরীক্ষার রিপোর্টের ওপরই দেহ দেওয়া বা না দেওয়া নির্ভর করছে । তবে,ওই মহিলার মৃত্যু ঘিরে এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়েছে । অনেকেই সন্দেহ করছেন, মহিলার মৃত্যুর পিছনে সম্ভবত কোরোনার উপসর্গ রয়েছে । তাই,বাঁশের ব্যারিকেড দিয়ে ওই মহিলার গলির রাস্তা সিল করে দেওয়া হয়েছে । যাতে অযাচিত লোকের প্রবেশ আটকানো যায় ।

বারাসত পৌরসভার শালবাগান এলাকার বাসিন্দা বছর 65-র ওই মহিলা সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । ওই হাসপাতালেই কিডনির অসুখ নিয়ে বিরাটির এক ব্যাক্তিও ভরতি হয়েছিলেন । পরে,ওই ব্যক্তি পার্কসার্কাসের এক বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর জানা যায় , তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এরপর,তড়িঘড়ি বাগুইআটির ওই বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয় । হাসপাতালে ভরতি হওয়া সমস্ত রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ । তবে,অন্য হাসপাতালে না নিয়ে গিয়ে ওই মহিলাকে বাড়িতে নিয়ে আসা হয় বলে অভিযোগ । এরই মধ্যে ফের ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন । এরপর,দু-দিন আগে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করান পরিবারের লোকেরা । সেখানেই আজ ভোরে মারা যান তিনি । তবে,তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে খবর , যেহেতু ওই মহিলা নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন , তাই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে । দেখা হবে , তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কি না । রিপোর্ট আসার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

এদিকে , ওই মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কোরোনা আতঙ্কে বাসিন্দারা দুপুরে ওই মহিলার পাড়ার গলি বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেয় । উদ্দেশ্য একটাই , গলির ভিতরে অযাচিত লোকের প্রবেশ আটকানো । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন ,"কোরোনা নিয়ে এমনিতেই মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে । তার উপর ওই মহিলার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুতে এলাকার লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়েছেন । তাই,কোরোনার হাত থেকে বাঁচতে আগেই ওই মহিলার পাড়ার গলি বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে । যাতে অযাচিত লোকের প্রবেশ বন্ধ করা যায় কিংবা গলির বাইরে কেউ যেতে না পারে । তা দেখতে নজরদারিও চালানো হচ্ছে ৷ "

অন্যদিকে , বিষয়টি নিয়ে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,"কোরোনা সংক্রমণ ঠেকাতে সরকার চেষ্টা চালাচ্ছে । তাই মানুষকে বলব অযথা আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশিত নিয়মবিধি মেনে চলুন । সহযোগিতা করুন । তাহলে আর বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকাতে হবে না ৷ "

বারাসতে এখনও পর্যন্ত কেউ কোরোনা আক্রান্ত না হলেও কোরোনা সন্দেহে বেশ কয়েকজনকে কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বারাসত লাগোয়া মধ্যমগ্রাম পৌর এলাকায় ইতিমধ্যে চারজনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস । আশেপাশের কিছু এলাকা থেকেও কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । কেন্দ্রীয় সরকার থেকে ইতিমধ্যে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর 24 পরগনা-কে । ফলে, কোরোনা সংক্রমণ ঠেকাতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা । এসবের মধ্যেই এবার মহিলার মৃত্যু ঘিরে আতঙ্কিত হয়ে বাসিন্দারা বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা সিল করে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details