বারাসত, 22 জুন: ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল চিকিৎসকের ঝুলন্ত দেহ । প্রজ্ঞাদীপা হালদার নামে 37 বছরের মহিলা চিকিৎসকের বাড়ি বারাসতে । তিনি ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় আলাপ হওয়ার পর থেকে এক সেনাকর্তার সঙ্গে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওই ফ্ল্যাটে লিভ-ইন করতেন প্রজ্ঞাদীপা । বৃহস্পতিবার মৃত চিকিৎসকের পরিবারের তরফে ওই সেনাকর্তার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সেনাকর্তা । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
চিকিৎসার পাশাপাশি সোশাল মাধ্যমে লেখালেখি করতেন প্রজ্ঞাদীপা । ফেসবুকে তাঁর লেখার ফলোয়ার সংখ্যাও ছিল যথেষ্ট । বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা প্রকাশ পেয়েছে তাঁর শেষ ফেসবুক পোস্টেও । গত 19 জুন যেখানে তিনি লিখেছিলেন, 'কেউ নেই কিছু নেই সূর্য দুবে গেছ'৷ মানসিক অস্থিরতার ভোগা ওই চিকিৎসক হয়তো লিখতে গিয়েছিলেন ,'সূর্য ডুবে গিয়েছে'। প্রজ্ঞাদীপার পরিবারের দাবি, সোশাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগের পর ওই সেনাকর্তার সঙ্গে লিভ-ইন করতেন এই চিকিৎসক । এক ছাদের তলায় থাকার সময় প্রজ্ঞাদীপাকে মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হত বলেই অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন ।