জগদ্দল, 18 মে : জগদ্দলে বোমাবাজির জেরে আতঙ্কে হৃদরোগে মৃত্যু হল এক মহিলার । মৃত মহিলার নাম রামাবতী দেবী (58) । ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ।
সোমবার রাতে ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারুইপাড়ার 22 নম্বর গলিতে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোমাবাজির ঘটনার জেরেই আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহিলার । নির্বাচনের সময় থেকে দিনের পর দিন বোমা বর্ষণে এলাকার মানুষ আতঙ্কিত । প্রত্যেকে চায় এলাকায় শান্তি ফিরে আসুক । প্রত্যেকবার বোমাবাজির পর এলাকায় পুুুলিশ আসে । পুলিশ চলে গেলেই আবার শুরু হয়ে যায় বোমাবাজি ।