বাগদা, 12 নভেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে হাঁসুয়া দিয়ে মহিলাকে কোপানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ পাল। আক্রান্ত মহিলার নাম অঞ্জনা পাল । উত্তর 24 পরগনার বাগদা থানার বানেশ্বরপুর এলাকার ঘটনা।
জমি নিয়ে বিবাদের জেরে মহিলাকে হাঁসুয়ার কোপ, গ্রেপ্তার দেওর - মহিলাকে হাঁসুয়ার কোপ
ঘটনার পরই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অঞ্জনা পাল । আর অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ চলছিল । অভিযোগ, মাঝেমধ্যেই অঞ্জনা পালের উপর চড়াও হত অভিজিৎ । অঞ্জনার অভিযোগ, 7 নভেম্বর বাড়ি এসে তাঁর উপর চড়াও হয় সে । অঞ্জনাকে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তারপরই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অঞ্জনা পাল। আর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।