পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Winners Force at Barasat : নারী নিরাপত্তায় বারাসতে 'উইনার্স' - বারাসতে উইনার্স

মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবার বারাসতেও 'উইনার্স' বাহিনী (Winners Force of Police for Women Security in Barasat) ৷ আপাতত পৌর এলাকার জন্য এই বাহিনী গঠন হলেও পরে গ্রামীণ এলাকাতেও এই বাহিনী গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

Winners Force at Barasat
বারাসতে উইনার্স বাহিনী

By

Published : Apr 20, 2022, 7:59 PM IST

বারাসত, 20 এপ্রিল: নারী নিরাপত্তায় জোর দিতে এবার বারাসত জেলা পুলিশও গঠন করল মহিলা পুলিশের বিশেষ বাহিনী । যার আত্মপ্রকাশ হল বুধবার বারাসতে পুলিশ সুপারের দফতরে (Winners Force of Police for Women Security in Barasat)। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আইজি (সাউথ বেঙ্গল) সিদ্ধিনাথ গুপ্তা, আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) তন্ময় রায়চৌধুরী, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়-সহ পুলিশের অন‍্যান‍্য কর্তা । পৌর এলাকার জন্য আপাতত এই বাহিনী গঠিত হলেও পরে গ্রামীণ এলাকাতেও একইভাবে মহিলা পুলিশের বিশেষ বাহিনী গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে ।

নারী নির্যাতন রুখতে রাজ্যের প্রতিটি পুলিশ জেলায় মহিলা 'উইনার্স' বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নির্দেশ মেনে কলকাতা-সহ আরও বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে মহিলা 'উইনার্স' টিম গঠিত হয়েছে পুলিশের তরফে। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বসিরহাট পুলিশ জেলায় এই বিশেষ বাহিনীর আত্মপ্রকাশ হয়েছে । এবার সেই পথে হাঁটল বারাসত জেলা পুলিশও ।

আরও পড়ুন :Winners Force in Basirhat : বসিরহাটে নারী সুরক্ষায় পথে নামল পুলিশের ‘উইনার্স বাহিনী’

জেলা পুলিশের অন্তর্গত বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া এবং অশোকনগর থানা এলাকায় আপাতত এই বিশেষ বাহিনী নজরদারি চালাবে । পরে গ্রামীণ থানা এলাকায় নজরদারির জন্যও তৈরি করা হবে মহিলা পুলিশের এই বিশেষ বাহিনী । পুলিশ সূত্রে খবর, চারটি থানা এলাকার জন্য মোট 18 জনের মহিলা 'উইনার্স' টিম গঠিত হয়েছে । পরবর্তীতে ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ।

এই বিষয়ে তিনি বলেন, "অপরাধ বেশিরভাগই ঘটে থাকে মহিলাদের সঙ্গে । তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বারাসত পুলিশ জেলাতেও গঠন করা হল মহিলা 'উইনার্স' টিম । এই টিমের সদস্যদের যেমন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তেমনই প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হয়েছে তাঁদের হাতে । স্কুটি করে এই বাহিনী পৌরসভা এলাকায় নজরদারি চালাবে । কোথায়ও কোনও মহিলা বিপদে পড়লে কন্ট্রোল রুমে খবর দিলেই তৎক্ষণাৎ পৌঁছে যাবে বাহিনীর সদস্যরা । এই বাহিনী গঠন উদ্দেশ্যেই হল মহিলা সুরক্ষার দিকে জোর দেওয়া ৷"

ABOUT THE AUTHOR

...view details