দেগঙ্গা, 14 এপ্রিল: দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে দেগঙ্গার যুবকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে বৃহস্পতিবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নিহত কুতুবউদ্দিনের স্ত্রী রুমা বিবি । বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, "তাঁর স্বামীর মৃত্যুর পিছনে দেগঙ্গা থানার ওসি-সহ তিন পুলিশকর্মী দায়ী । তাঁদের বেধড়ক মারধরের জেরেই কুতুবউদ্দিন পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। তারপরই মৃত্যু হয় তাঁর (Deganga Death Case) ৷"
লিখিত অভিযোগে নিহতের স্ত্রী আরও দাবি করেছেন,"তাঁর স্বামী কুতুবউদ্দিন নিরপরাধ হওয়া সত্বেও পুলিশ জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে আসে দেগঙ্গা থানায়। সেখানে তাঁর কাছে টাকা চাওয়া হয়। টাকা দিতে না পারার কারণে মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ কুতুবউদ্দিনকে জেল হেফাজতে পাঠায় আদালতের নির্দেশ মেনে । দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন সে আচমকাই অসুস্থ হয়ে পড়ে । পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি "। এই ঘটনারই বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এদিন বারাসত জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নিহত কুতুবউদ্দিনের স্ত্রী রুমা বিবি।