পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Wife Murders Husband :পরকীয়ার জের! স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার - স্বামীকে খুন স্ত্রীর

স্বামীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মৃতের নাম মহম্মদ আলম শেখ(৪২) । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগণার দেগঙ্গায় । গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে ৷

deganga
deganga

By

Published : Nov 28, 2021, 5:28 PM IST

দেগঙ্গা, 28 নভেম্বর : স্বামীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে পারেনি । তার জেরে স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে (Wife Murders Husband in deganga due to extra marital affairs) । মৃতের নাম মহম্মদ আলম শেখ (৪২) (Alam Sekh) । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগণার দেগঙ্গায় । অভিযোগ, স্বামীকে মারধরের পর বাঁশের মুগুর দিয়ে মাথায় মেরে খুন করে অভিযুক্ত মুসকান বিবি (Muskan Bibi) । ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ । শুধু পরকীয়া সম্পর্কের জেরেই এই খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গিয়েছে, পেশায় পশু ব্যবসায়ী মহম্মদ আলমের বাড়ি মধ্যমগ্রামের নবাবপুর এলাকায় । বাড়ির কাছেই রঙ-বেরংয়ের পাখি এবং বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগির ফার্ম তৈরি করেছিলেন তিনি । সেটাই ছিল তাঁর মূল ব্যবসা । পরিবারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে থাকা সত্বেও পরকীয়ায় লিপ্ত থাকার ঘটনা ক্রমেই বেড়ে চলছিল আলমের । যা নিয়ে মুসকান বিবির সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই থাকত তাঁর । অশান্তির জেরে মধ্যমগ্রামের বাড়ি ছেড়ে দেগঙ্গার চ‍্যাঙদানা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিল পরিবার । কিন্তু, তাতেও পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেননি আলম ।

অভিযোগ,সম্প্রতি বাদুড়িয়ার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তাঁর । স্বামীর সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে দেখতে পান মুসকান । এই নিয়ে শনিবার রাতে তুমুল অশান্তি শুরু হয় ওই দম্পতির মধ্যে । অভিযোগ, অশান্তির মাঝেই ঘরে থাকা বাঁশের মুগুর দিয়ে স্ত্রীকে মারতে যায় আলম । তখনই হাত থেকে মুগুর কেড়ে নিয়ে তা দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করে মুসকান । হাসপাতালে ভর্তি করার আগেই বাড়িতেই মৃত্যু হয় আলমের।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ । মহম্মদ আলমের দেহ উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । হাসপাতাল সূত্রে খবর, মাথায় আঘাতের জেরে অতিরিক্ত রক্তপাত হওয়ার ফলেই মৃত্যু হয়েছে আলমের । ইতিমধ্যেই খুনের অভিযোগে মুসকান বিবিকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। সেই সঙ্গে খুনে ব্যবহৃত বাঁশের মুগুরটিও উদ্ধার করা হয়েছে । ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নিহতের পরিবার।

ABOUT THE AUTHOR

...view details