পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্লস হস্টেলে অধ্যাপক থাকবেন কেন? প্রতিবাদে কলেজের গেটে তালা

চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্টস কলেজে ছাত্রীদের হস্টেলে অধ্যাপক থাকবেন কেন? প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের ।

ফাইল ফোটো

By

Published : Aug 8, 2019, 7:16 AM IST

গাইঘাটা, 8 অগাস্ট : উত্তর 24 পরগনা গাইঘাটার চাঁদপাড়া ফাইন আর্টস কলেজের গার্লস হস্টেলে এক অধ্যাপক তাঁর পরিবার নিয়ে থাকেন । অভিযোগ, তাঁরা ছাত্রীদের ব্যক্তিগত জীবনযাত্রায় নানাভাবে হস্তক্ষেপ করেন । অধ্যাপক ও তাঁর স্ত্রী না থাকলে তাঁদের ছেলে বাইরের বন্ধুদের নিয়ে হস্টেলের ভিতরে ঢোকে । ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ ।

বুধবার সেই সব অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা । সঙ্গে তাঁরা কলেজের আরও কিছু অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন । যেমন ভরতির সময় কলেজের প্রসপেক্টাসে ২২টি বিষয়ে উল্লেখ থাকলেও তার মধ্যে দু'একাটি ছাড়া কিছুই পড়ুয়াদের দেওয়া হয় না । এমন কী, কলেজের ভুল ছবি দিয়ে ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার অভিযোগও তুলেছেন পড়ুয়ারা । আরও অভিযোগ, কলেজের বিভিন্ন খাতে টাকা নেওয়া হলেও তা ছাত্রছাত্রীদের জন্য খরচ করা হয় না ।

গতকাল পড়ুয়ারা কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলাকালীন অধ্যাপকরা কলেজের ভিতরে আটকে পড়েন । যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কেবল কলেজ গেট বন্ধ করেছেন । অধ্যাপকদের নয় । পড়ুয়াদের দাবি, তাঁদের অভাব-অভিযোগ পূরণ না হওয়া পর্যম্ত আন্দোলন চালিয়ে যাবেন । কলেজের পরিচালন কমিটির সভাপতি অসীমকুমার দাস অবশ্য পড়ুয়াদের অভিযোগ সম্পর্কে সদুত্তর দিতে পারেননি ।

ABOUT THE AUTHOR

...view details