ভাটপাড়া, 7 জানুয়ারি : ফের ভাটপাড়া পৌরসভা দখল করল তৃণমূল ৷২ জানুয়ারি 19-0-তে আস্থাভোটে জিতে ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে তৃণমূল ৷ কিন্তু, বিকেলেই বদলে গেছিল ছবিটা ৷ অনাস্থা আনতে চেয়ে তিন তৃণমূল কাউন্সিলর যে চিঠি দিয়েছিল তা খারিজ করে দেয় হাইকোর্ট ৷ এরপর ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল ৷ ডিভিশন বেঞ্চ জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোটের নির্দেশ দেয় ৷ সেই অনুযায়ী আজ সেখানে আস্থাভোট হয় ৷ পৌরসভা চত্বরে জারি ছিল 144 ধারা ।
উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তীর তত্ত্বাবধানে আজ আস্থাভোট হয় ৷2 জানুয়ারি আস্থাভোটের সময় তৃণমূলের 19 জন কাউন্সিলর হাজির ছিলেন । BJP-র কোনও কাউন্সিলরই ছিলেন না । ফলে 19-0 ভোটে জয়ী হয় তৃণমূল । BJP-র তরফে ওই দিনই কলকাতা হাইকোর্টে মামলা করা হয় । তাদের দাবি ছিল, বেআইনিভাবে আস্থাভোট করিয়েছে তৃণমূল । সেদিনই অনাস্থা আনতে চেয়ে তৃণমূল কাউন্সিলরদের চিঠি খারিজ করে দেয় হাইকোর্ট । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল কংগ্রেস ৷ ডিভিশন বেঞ্চ জেলাশাসকের উপস্থিতিতে ভাটপাড়া পৌরসভায় আস্থাভোটের নির্দেশ দেয়। ভোটের পর হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেবেন জেলাশাসক ।