পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দখলে ভাটপাড়া পৌরসভা - ভাটপাড়া পুরসভা কার

ভাটপাড়া পৌরসভা কার দখলে থাকবে, তা ঠিক হবে আজ ৷ হাইকোর্টের নির্দেশে আজ সেখানে আস্থাভোট হবে ।

bhatpara
ভাটপাড়া

By

Published : Jan 7, 2020, 12:41 PM IST

Updated : Jan 7, 2020, 4:03 PM IST

ভাটপাড়া, 7 জানুয়ারি : ফের ভাটপাড়া পৌরসভা দখল করল তৃণমূল ৷২ জানুয়ারি 19-0-তে আস্থাভোটে জিতে ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে তৃণমূল ৷ কিন্তু, বিকেলেই বদলে গেছিল ছবিটা ৷ অনাস্থা আনতে চেয়ে তিন তৃণমূল কাউন্সিলর যে চিঠি দিয়েছিল তা খারিজ করে দেয় হাইকোর্ট ৷ এরপর ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল ৷ ডিভিশন বেঞ্চ জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোটের নির্দেশ দেয় ৷ সেই অনুযায়ী আজ সেখানে আস্থাভোট হয় ৷ পৌরসভা চত্বরে জারি ছিল 144 ধারা ।

উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তীর তত্ত্বাবধানে আজ আস্থাভোট হয় ৷2 জানুয়ারি আস্থাভোটের সময় তৃণমূলের 19 জন কাউন্সিলর হাজির ছিলেন । BJP-র কোনও কাউন্সিলরই ছিলেন না । ফলে 19-0 ভোটে জয়ী হয় তৃণমূল । BJP-র তরফে ওই দিনই কলকাতা হাইকোর্টে মামলা করা হয় । তাদের দাবি ছিল, বেআইনিভাবে আস্থাভোট করিয়েছে তৃণমূল । সেদিনই অনাস্থা আনতে চেয়ে তৃণমূল কাউন্সিলরদের চিঠি খারিজ করে দেয় হাইকোর্ট । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল কংগ্রেস ৷ ডিভিশন বেঞ্চ জেলাশাসকের উপস্থিতিতে ভাটপাড়া পৌরসভায় আস্থাভোটের নির্দেশ দেয়। ভোটের পর হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেবেন জেলাশাসক ।

আস্থাভোটের আগে ভাটপাড়া শহরের প্রতিটি রাস্তায় পুলিশ মোতায়েন হয়েছে । ভাটপাড়া পৌরসভা চত্বরে জারি করা হয়েছে 144 ধারা । লোকসভা ভোটের পর বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পৌরসভার দখল নেয় BJP । চার মাসের মধ্যে পাঁচ পৌরসভা পুনর্দখল করে তৃণমূল। আর ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে সেই বৃত্তই সম্পূর্ণ করতে চাইছে তারা ৷

গত বছর 6 ডিসেম্বর ভাটপাড়া পৌরসভার 18 জন তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সেখানে আস্থাভোট হয়নি । তাই, 2 জানুয়ারি আস্থাভোটের দাবি জানিয়ে তিন কাউন্সিলর পৌরসভার আধিকারিক অতনু ঘোষকে চিঠি দেন ।

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়ী হয়েছিল CPI(M) । পরে একজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 33 । লোকসভা ভোটে ভাটপাড়া কেন্দ্রে জয়ী হন BJP প্রার্থী অর্জুন সিং । এরপর 18 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । সম্প্রতি কয়েকজন তৃণমূল ফিরে আসেন ।

Last Updated : Jan 7, 2020, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details