পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সব্যসাচীর পরিবর্ত কে? উঠে আসছে একাধিক নাম - Sabyasachi Dutta

সব্যসাচী দত্ত পদত্যাগ করেছন না বলে জানিয়েছেন । ফলে অনাস্থা এলে ভোটাভুটি হচ্ছে তা প্রায় চূড়ান্ত । বিধাননগরের মেয়রের মুকুট কার মাথায় উঠবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ।

সব্যসাচী ও তাপস

By

Published : Jul 9, 2019, 11:09 AM IST

Updated : Jul 9, 2019, 12:32 PM IST

বিধাননগর, 9 জুলাই : বিধাননগর পৌরনিগমে একদিকে দলের নির্দেশে সব্যসাচীকে সরিয়ে মেয়র হতে চাইছেন তাপস চট্টোপাধ্যায় । অন্যদিকে গদি বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সব্যসাচী । মাঝে তৃতীয় পক্ষ হয়ে মেয়রের দাবিদার বিধাননগরের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী । তিন পক্ষের দাবিদার হলেও বিধাননগরের মেয়র হওয়ার দৌঁড়ে দলের প্রথম পছন্দ তাপস চট্টোপাধ্যায় । তিনি 10 জুলাই বিধাননগর পৌরনিগমের বোর্ড মিটিংয়ে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন । সব্যসাচী দত্ত পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন । ফলে অনাস্থা এলে ভোটাভুটি হচ্ছে তা প্রায় চূড়ান্ত । বিধাননগরের মেয়রের মুকুট কার মাথায় উঠবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ।

বিধাননগর পৌরনিগম হলেও রাজারহাট বনাম সল্টলেকের কাউন্সিলরদের মধ্যে বিভাজন রয়েছে । তাপস চট্টোপাধ্যায় রাজারহাটের বাসিন্দা এবং বাম থেকে তৃণমূলে আসায় পৌরনিগমের বিধাননগর অংশের কাউন্সিলরদের একাংশের মধ্যে তাঁর প্রতি ছুঁৎমার্গ রয়েছে । তাপস চট্টোপাধ্যায়ের প্রতি রহিমা বিবি, দেবরাজ চট্টোপাধ্যায়, সুভাষ বোস, শম্পা চক্রবর্তী সহ যে সমস্ত কাউন্সিলরদের আনুগত্য রয়েছে তাঁদের বেশিরভাগই রাজারহাটের । অন্যদিকে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুগামী বিধাননগর কাউন্সিলররাও আছেন । যেমন রাজেশ চিরিমার, নির্মল দত্ত, জয়দেব নস্কর, নীলাঞ্জনা মান্নারা সুজিতের নির্দেশে তাপস চট্টোপাধ্যায়কে সমর্থন করেছেন । সুজিত বসু এবং রাজারহাটের কাউন্সিলরদের যোগ করলে সংখ্যাগরিষ্ঠতার পথেই রয়েছেন তাপস চট্টোপাধ্যায় । সংখ্যাতত্ত্বের বিচারে 26 জন কাউন্সিলর সরাসরি তাপস চট্টোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন । বাকিদের কয়েকজন দলের হুইপ এলে তাপসকেই সমর্থন করতে পারেন বলে ইঙ্গিত ।

অন্যদিকে সল্টলেকের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবাশিস জানার পাশাপাশি রাজারহাটের কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায়, ডাম্পি মণ্ডল, সুস্মিতা দাস সব্যসাচীর পক্ষে রয়েছেন বলে সূত্রের খবর । বর্তমানে সব্যসাচী দত্তর পক্ষে সরাসরি ময়দানে নেমেছেন ১২ জন কাউন্সিলর । গোপন ব্যালটে ভোট হলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে । কারণ সেক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তী ও তাঁর অনুগামীরা কোন পক্ষ নেবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও কারণ কৃষ্ণা চক্রবর্তী নিজেই মেয়র হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । এদিকে বামের দুই কাউন্সিলর আজিজুল হোসেন এবং মহসিন আহমেদ কাকে সমর্থন করবেন এবং আদৌ তাঁরা ভোটাভুটিতে অংশ নেবেন কি না তা জানাননি।

এই পরিস্থিতিতে বিধাননগরে নতুন কোন সমীকরণ তৈরি হয় কি না সে দিকে নজর রয়েছে সবার । তবে, আপাতদৃষ্টি এগিয়ে তাপস চট্টোপাধ্যায় । কারণ তাঁর পক্ষে দলের হুইপ রয়েছে । সমর্থন রয়েছে সুজিত বসু এবং রাজারহাট ও বিধাননগরের একটা বড় অংশের কাউন্সিলরদের । অনাস্থা প্রস্তাবের পক্ষে গোপন ব্যালটে ভোট হলে সল্টলেক-আভিজাত্যের প্রশ্নে কৃষ্ণা চক্রবর্তী ও সব্যসাচী দত্ত শিবির এক হলে পরিণাম কী হতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে ১০ জুলাই পর্যন্ত ।

Last Updated : Jul 9, 2019, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details