বারাসত, 11 ফেব্রুযারি : আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন । আর সঠিক কথা বললেই BJP-র লোক । বেঠিক কথা বললেই অন্য লোক । রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করে একথা বললেন BJP-র পরিষদীয় নেতা তথা বিধায়ক মনোজ টিগ্গা । গতকাল দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরানো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলা নিয়ে ওনার (রাজ্যপাল)বলার অধিকার আছে । কারণ উনিই তো দিল্লিতে রিপোর্ট পাঠান । তার উপর ভিত্তি করে রাজ্যে 356 কিংবা অন্য কোনও আইন লাগু করে থাকে কেন্দ্রীয় সরকার৷" সেই সঙ্গে রাজ্য বাজেট নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি ।
যে ঠিক কথা বলবে তৃণমূল তাকেই বলবে BJP-র লোক : মনোজ টিগ্গা - রাজ্যপাল
আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করার পাশাপাশি রাজ্যকে আক্রমণ করলেন BJP বিধায়ক মনোজ টিগ্গা ।
রবিবার মধ্যমগ্রামের একটি অনুষ্ঠানে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বলেন,রাজ্যে বিস্ফোরকের বাড়বাড়ন্ত । এই অবস্থায় অবাধে নির্বাচন হবে কীভাবে? রাজ্যপালের এই মন্তব্য নিয়েই BJP বিধায়ক মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি সাংবিধানিক প্রধান । রাজ্য কীভাবে চলছে, সেবিষয়ে রাজ্যপাল খোঁজখবর নিতেই পারেন । রাজ্যে যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, সেটা গোটা ভারতবর্ষের লোক জানে ৷"
এরপরই সদ্য দিল্লির নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, "দিল্লির মতো জায়গায় 7 ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচন হল । কোথাও বোমাবাজির ঘটনা ঘটেনি । মানুষও মারা যায়নি । অথচ, 2018 সালে এরাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কীভাবে হিংসা হয়েছে । আমাদের 90 জন কর্মী খুন হয়েছে । অনান্য দলের ধরলে সংখ্যাটা 100-র কাছাকাছি । তাই আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন ৷"