পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Afghanistan Evacuation : পরিস্থিতি স্বাভাবিক হলে কাবুলে কাজে ফিরতে চান বাদুড়িয়ার কপিল - Afghanistan Unrest

সোমবার রাতেই বাড়ি ফিরেছেন ৷ ছেলে বাড়িতে পা রাখায় স্বস্তির শ্বাস পড়েছে পরিবারের ৷ অশান্তি শুরু হওয়ার পর প্রথম তিন-চারদিন তো ছেলের সঙ্গে যোগাযোগই করতে পারেনি পরিবার ৷ দুশ্চিন্তা-আশঙ্কায় নাওয়া-খাওয়া ভুলে যেতে বসেছিল আফগানিস্তানে আমেরিকান সেনায় ফুড সার্ভিসে কর্মরত যুবকের পরিবারটি ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজে যোগ দিতে চান কপিল কাঞ্জিলাল ৷

আফগানিস্তান থেকে বাদুড়িয়ায় ফিরলেন কপিল কাঞ্জিলাল ৷
আফগানিস্তান থেকে বাদুড়িয়ায় ফিরলেন কপিল কাঞ্জিলাল ৷

By

Published : Aug 24, 2021, 10:43 PM IST

বাদুড়িয়া, 24 অগস্ট : প্রতীক্ষার অবসান । আফগানিস্তানে আটকে পড়া কপিল কাঞ্জিলাল অবশেষে ফিরলেন তাঁর বাদুড়িয়ার বাড়িতে । স্বস্তিতে পরিবার । চিন্তামুক্ত প্রতিবেশীরাও । তবে শেষ ক'টা দিন যেভাবে কেটেছে তা বর্ণনা করার নয় ৷ নাওয়া-খাওয়া ভুলে ছেলের পথ চেয়ে বসেছিল কাঞ্জিলাল পরিবার । সেই দুশ্চিন্তা কেটেছে সোমবার রাতে কপিল বাড়িতে পা রাখার পরই ৷ স্বাভাবিক ভাবেই শুধু বাড়ি নয়, গোটা পাড়ায় খুশির হাওয়া । চলছে মুষ্টিমুখ, ছেলেকে কাছে টেনে নেওয়ার পালা । ঘরে ফিরে চাপমুক্ত কপিল ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে গিয়ে ফের কাজে যোগ দিতে চান ।

বছর পঁচিশের কপিলের বাড়ি বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের সলুয়া গ্রামে । বাবা জয়দেব কাঞ্জিলাল চাকরিজীবী । মা অঞ্জু কাঞ্জিলাল গৃহবধূ । কপিলরা এক ভাই- এক বোন ৷ কপিলই ছোট । কাজের তাগিদে মাস চারেক আগে সুদূর আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন ৷ কাবুলে আমেরিকান সেনায় ফুড সার্ভিসের কাজে যোগ দেন ৷ সব ঠিকঠাকই চলছিল । ছন্দপতন হল তালিবানের আফগানিস্তান দখলের পরই । নিমেষে পরিস্থিতি পাল্টে যায় ৷ রক্তপাত, গোলা-গুলি, নিরীহ মানুষের উপর অত্যাচার, খুন, সন্ত্রাস ৷ টিভিতে প্রতিনিয়ত সেই খবর দেখে আর শান্ত থাকতে পারছিল না কাঞ্জিলাল পরিবার । বাড়তে থাকে দুশ্চিন্তা- উৎকণ্ঠা ৷ প্রথম তিন-চারদিন কপিলের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না ৷ বাবা-মায়ের সময় যেন কাটতেই চাইছিল না ৷ গত বৃহস্পতিবার যখন কপিলের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ হতে পারে, তখন তিনি আমেরিকান সেনাদের সাহায্যে কাতারে পৌঁছে গিয়েছেন । তা জানতে পেরে খানিক সুস্থ বোধ করেন বাবা-মা ৷ সোমবার ভারতীয় দূতাবাস এবং আমেরিকান কোম্পানির সহযোগিতায় দিল্লি এসে পৌঁছান তাঁদের ছেলে ৷ সেখান থেকে কলকাতা বিমানবন্দর হয়ে গতকাল রাতেই বাড়িতে ফেরেন ৷

বাদুড়িয়ার বাড়িতে বসে কপিল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, "দুশ্চিন্তা কাটল বাড়িতে ফিরে আসতে পারায় । খুব ভাল লাগছে ৷" আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, "আমেরিকান কোম্পানির বেস ক্যাম্পে আমরা নিরাপদেই ছিলাম । বাইরে ঠিক কী ঘটছিল তা ভিতরে থেকে বোঝা সম্ভব হচ্ছিল না । পরিবারের কাছ থেকেই অস্থির পরিস্থিতির কথা জানতে পারছিলাম । কিন্তু ভিতর থেকে আমরা বাইরে পরিস্থিতি টের পায়নি । গোলাগুলি হয়ে থাকলে সেটা সেনাবাহিনী ভিড় সামাল দিতে শূন্যে গুলি চালিয়ে থাকতে পারে । কারণ কাবুল বিমানবন্দরে ভিড়ের জন্য বিমান ওঠা-নামায় সমস্যা হচ্ছিল ৷" এমন অবস্থার পরও পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজে ফিরতে চান ৷ তবে সেক্ষেত্রে আমেরিকান কোম্পানিকে সমস্ত দায়-দায়িত্ব নিতে হবে বলেও দাবি করেছেন কপিল ।

সোমবার রাতেই বাড়ি ফিরেছেন কপিল ৷ স্বস্তিতে পরিবার ৷

এদিকে ছেলে কাজে ফিরতে চাইলেও মা অঞ্জুর ইচ্ছা, "এখানেই কোনও কাজে যোগ দিক কপিল । তাতে দুশ্চিন্তা থাকবে না আমাদের ৷" তবে কোনও কিছুই ছেলের উপর চাপিয়ে দিতে চান না তিনি ।অঞ্জুর মতে, "ছেলে বড় হয়েছে । নিজের ভাল-মন্দ বিচার করার ক্ষমতা হয়েছে ৷ যেটা ভাল বুঝবে, সেটাই করুক ৷" পরিস্থিতি যা, তাতে প্রত্যেকের যে একটা কাজের প্রয়োজন রয়েছে সেটাও ব্যক্ত করলেন ।

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের তিন যুবক, খুশির হাওয়া পরিবারে

ABOUT THE AUTHOR

...view details