বারাসত, ২০ জুন: দলবদলুদের শ্বাসকষ্টের রোগীর সঙ্গে তুলনা করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । রবিবার বারাসতে দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন,"দলবদলুরা যখন তৃণমূলে ছিলেন, তখন সেখানে তাঁদের শ্বাসকষ্ট হত । তৃণমূল ছেড়ে যেই বিজেপিতে গেলেন ,তখন সেখানেও দলবদলুদের শ্বাসকষ্ট শুরু হল । এঁরা প্রকৃতপক্ষে শ্বাসকষ্টের রোগী । এঁদের চিকিৎসার প্রয়োজন । রাজনীতি এঁদের জায়গা নয় । এঁদের সব জায়গায় স্বার্থ অনুযায়ী শ্বাসকষ্ট শুরু হয় ।’’
তিনি আরও বলেন, "দিদির ছবি সরে যেতেই বেইমান,গদ্দাররা হেরে গিয়েছে । তাদের এখন একুল-ওকুল দুকুলই গিয়েছে । দলবদলুদের অবস্থা না ঘরকা, না ঘাটকা । তারা তো এখন লাইন লাগাবেই এদিকে আসার জন্য । আমরা এখন সার্কাস দেখছি, মজা নিচ্ছি । ভোটের সময় আমি বলেছিলাম তৃণমূল ভবনে বাক্স রাখতে । কারণ এত ক্ষমা প্রার্থনার চিঠি আসবে, যে রাখার জায়গা থাকবে না । বাস্তবে সেটাই হচ্ছে । কেউ টুইটারে, কেউ চিঠি লিখে ক্ষমা চাইছেন । আবার কেউ কান ধরে, নাক মুলে ক্ষমা প্রার্থনা করছেন । "