পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলবদলুদের শ্বাসকষ্টের রোগীর সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য - BJP LEADER

দলবদলুদের শ্বাসকষ্টের রোগীর সঙ্গে তুলনা করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । রবিবার বারাসতে দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, এদের চিকিৎসার প্রয়োজন । রাজনীতি এদের জায়গা নয় ।

DEBANGSHU BHATTACHARYA
দলবদলুদের শ্বাসকষ্টের রোগীর সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য

By

Published : Jun 20, 2021, 9:16 PM IST

বারাসত, ২০ জুন: দলবদলুদের শ্বাসকষ্টের রোগীর সঙ্গে তুলনা করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । রবিবার বারাসতে দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন,"দলবদলুরা যখন তৃণমূলে ছিলেন, তখন সেখানে তাঁদের শ্বাসকষ্ট হত । তৃণমূল ছেড়ে যেই বিজেপিতে গেলেন ,তখন সেখানেও দলবদলুদের শ্বাসকষ্ট শুরু হল । এঁরা প্রকৃতপক্ষে শ্বাসকষ্টের রোগী । এঁদের চিকিৎসার প্রয়োজন । রাজনীতি এঁদের জায়গা নয় । এঁদের সব জায়গায় স্বার্থ অনুযায়ী শ্বাসকষ্ট শুরু হয় ।’’

তিনি আরও বলেন, "দিদির ছবি সরে যেতেই বেইমান,গদ্দাররা হেরে গিয়েছে । তাদের এখন একুল-ওকুল দুকুলই গিয়েছে । দলবদলুদের অবস্থা না ঘরকা, না ঘাটকা । তারা তো এখন লাইন লাগাবেই এদিকে আসার জন্য । আমরা এখন সার্কাস দেখছি, মজা নিচ্ছি । ভোটের সময় আমি বলেছিলাম তৃণমূল ভবনে বাক্স রাখতে । কারণ এত ক্ষমা প্রার্থনার চিঠি আসবে, যে রাখার জায়গা থাকবে না । বাস্তবে সেটাই হচ্ছে । কেউ টুইটারে, কেউ চিঠি লিখে ক্ষমা চাইছেন । আবার কেউ কান ধরে, নাক মুলে ক্ষমা প্রার্থনা করছেন । "

আরও পড়ুন:পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত চিরঞ্জিতের

দিলীপ ঘোষের পুনর্গণনার দাবিকেও খোঁচা দিয়েছেন তৃণমূল যুবনেতা । এই বিষয়ে দেবাংশু বলেন,"নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পুনর্গণনার দাবি উঠতেই বিজেপিও পুনর্গণনার দাবি তুলছে । বিজেপি শুধু কম মার্জিনে হারা আসনে পুনর্গণনার দাবি তুলছে কেন ? যে ২৯২টি কেন্দ্রে ভোট হয়েছে,তার প্রতিটিতেই পুনর্গণনা করা হোক । সেইসঙ্গে বিহার বিধানসভা ভোটেরও পুনর্গণনা হোক । দেখবেন বিহার বিধানসভার ক্ষমতাও চলে যাবে । পশ্চিমবঙ্গেও আসন কমে যাবে বিজেপির ।" ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে কারচুপি করে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন বলে এদিন অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য । এনিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details