আমডাঙা , 16 মার্চ : মূল প্রতিপক্ষ বিজেপি । তৃণমূল এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না ,ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সামনে এমনই দাবি করলেন আমডাঙার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামাল উদ্দিন । জয়ের বিষয়েও একশো শতাংশ আশাবাদী তিনি । সংযুক্ত মোর্চার আইএসএফ-এর আমডাঙা কেন্দ্রের প্রার্থী হিসেবে রবিবার জামাল উদ্দিনের নাম ঘোষণা করেন আইএসএফ প্রধান ও ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী । নাম ঘোষণা হওয়ার পরেই সোমবার থেকে নিজের কেন্দ্র আমডাঙায় ভোট প্রচারে নেমে পড়লেন সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামাল উদ্দিন । উত্তর ২৪ পরগণার ৩৩টি বিধানসভা আসনের মধ্যে অন্যতম কেন্দ্র আমডাঙা । মূলত, ১১টি পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ভর করে সংখ্যালঘু ভোটের উপর । প্রায় ৪৯ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে এখানে । যার সিংহভাগই শাসকদলের ঝুলিতে যাওয়ায় পরপর দু'বার বিধায়ক হয়েছিলেন তৃণমূলের রফিকার রহমান । কিন্তু এবার আর তাঁকে আমডাঙা কেন্দ্র থেকে প্রার্থী করেনি তৃণমূল ।
আরও পড়ুন : ভোট আবহে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ গ্রেফতার ব্যক্তি
পরিবর্তে এই কেন্দ্র থেকে বাম আমলের প্রাক্তন মন্ত্রী ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মোর্তাজা হোসেনকে টিকিট দিয়েছে শাসকদল । যা নিয়ে বিদায়ী বিধায়ক রফিকার রহমান দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বলে জানা গেছে । ইতিমধ্যে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থীর হয়ে কোনও প্রচারে সামিল হবেন না । যা কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে শাসকদলকে ।
তৃণমূল গুরুত্বহীন, বিজেপিই মূল প্রতিপক্ষ বললেন আমডাঙার আইএসএফ প্রার্থী তৃণমূল ও সংযুক্ত মোর্চার জোটের তরফে আইএসএফ এখানে প্রার্থী ঘোষণা করলেও এখনও পর্যন্ত আমডাঙায় দলের প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি গেরুয়া শিবির । সেদিক থেকে কিছুটা হলেও এগিয়ে আইএসএফ প্রার্থী ।
এসবের মধ্যেই এদিন সকালে আমডাঙার মরিচা পঞ্চায়েতের কুন্ডুপাড়া, হরপুর সহ বেশ কিছু এলাকায় প্রচারে নেমে জনসংযোগ বৃদ্ধির কাজ সেরে নেন সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামাল উদ্দিন ।
আরও পড়ুন : ঝাড়গ্রামে অমিতের সভা বাতিল নিয়ে কাটাছেঁড়া শুরু
ভোট প্রচারের ফাঁকে জয়ের বিষয়ে আশাবাদী এই প্রার্থী বলেন, "যেভাবে মানুষ এখানে উৎসাহ নিয়ে ভোট প্রচারে নামছেন, আশীর্বাদ করছেন তাতে আমি নিশ্চিত এখানকার মানুষ আমাকেই বেছে নেবেন । জয়ের বিষয়ে ভাবছি না । অন্তত ৪০ থেকে ৫০ হাজার ভোটে জিতব এখান থেকে" । তাঁর কথায়,"এখানে যাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তিনি বহিরাগত । লোকে তাঁকে খুঁজেই পাবে না । সেই জায়গায় আমার লড়াইটা হবে বিজেপির সঙ্গে । তবে লড়াই হলেও শেষ হাসি আমিই হাসব "। বিধায়ক হিসাবে মানুষ আমাকে নির্বাচিত করলে গরিব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য হবে বলে জানিয়েছেন আইএসএফ প্রার্থী জামাল উদ্দিন । প্রসঙ্গত, জেলার ৩৩টি আসনের মধ্যে এবার সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ মোট ৭টি আসনে প্রার্থী দিতে চলেছে । আমডাঙা, বসিরহাট উত্তর, সন্দেশখালি, অশোকনগর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বাকি তিনটি কেন্দ্র হাড়োয়া, দেগঙ্গা, মধ্যমগ্রামে এখনও প্রার্থীর নাম চূড়ান্ত করে উঠতে পারেনি আইএসএফ ।