শাসন , 7 মার্চ : ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । ঘটনায় নাম জড়িয়েছে শাসন পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের । অভিযোগ, তাঁর নেতৃত্বেই বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বিজয় সরদার নামে ওই বিজেপি কর্মীর উপর । হামলায় গুরুতর জখম হন তিনি । মাথা ফেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় কোনওরকমে বাড়িতে এসে আশ্রয় নেন তিনি ৷ সেখানেও তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি এবং গালিগালাজের অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার শাসনে । ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ ৷
আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা গাড়ি করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হন । সেই মত শাসনের দলীয় কর্মী-সমর্থকরাও গাড়ি করে ব্রিগেডে যাওয়ার তোড়জোড় করছিলেন । শাসনের সরদার হাটি থেকে মোদির ব্রিগেড সভায় যোগ দিতে একত্রিত হচ্ছিলেন সেখানকার নেতা-কর্মীরা । সেই দলে ছিলেন বিজেপি কর্মী বিজয় সরদারও ।
বিজেপি কর্মীদের অভিযোগ,বিজয় যখন বাড়ি থেকে বেরিয়ে সরদার হাটি মোড়ে আসছিলেন তখনই একা পেয়ে তাঁর উপর চড়াও হয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ও তাঁর দলবল । বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে । যার জেরে মাথা ফেটে যায় ওই বিজেপি কর্মীর । সেখান থেকে পালিয়ে কোনওরকমে বাড়িতে আশ্রয় নেন তিনি ৷ কিন্তু যাতে হাসপাতালে না যেতে পারেন সেজন্য বাড়িতেই আটকে রাখা হয় তাঁকে ৷