নির্ভয়ে ভোট দিন ভোটাররা, আশ্বস্ত করলেন জেলা শাসক - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে তাদের সঙ্গে গিয়ে কথা বললেন উত্তর 24 পরগনার জেলা শাসক ৷ মঙ্গলবার বিকেলে বারাসত সদরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চে অংশ নেন জেলা শাসক তথা উত্তর 24 পরগনার নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্তা ৷
বারাসত (উত্তর 24 পরগনা), 3 মার্চ : নির্ভয়ে ভোট দিক নাগরিকরা । কোনও অভিযোগ থাকলে প্রশাসনকে জানান তাঁরা ৷ ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চে বেরিয়ে এভাবেই সাধারণ ভোটারদের আশ্বস্ত করলেন উত্তর 24 পরগনার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্তা । মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে জেলা সদর বারাসতের কলোনি মোড়ে যান জেলাশাসক । সঙ্গে ছিলেন বারাসত পুলিশ জেলার সুপার, অতিরিক্ত পুলিশ সুপার বহু আধিকারিক । 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা শাসক সুমিত গুপ্তা ।
এরপর, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয় নবপল্লী এলাকায় টহলদারি । রুটমার্চের সময় আচমকাই রাস্তার পাশে একটি ক্লাবের সামনে দাঁড়িয়ে যান জেলাশাসক । কথা বলেন সেখানে থাকা আমজনতার সঙ্গে । শোনা হয় তাঁদের অভিযোগও । সেই সময় সাধারণ মানুষকে আশ্বস্ত করে জেলাশাসক বলেন, ‘‘আপনারা নির্ভয়ে ভোট দিন । কোনও অসুবিধা হলে অভিযোগ জানান পুলিশের কাছে। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি ।’’ জেলার নির্বাচনী আধিকারিকের এই আশ্বাসে খুশি সাধারণ ভোটাররা ৷
এই বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করেছি । পরিস্থিতি খতিয়ে দেখছি । কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে । যাতে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারেন । ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোই আমাদের লক্ষ্য । ইতিমধ্যে জেলায় মোট 18 কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে ৷ বিভিন্ন দলে ভাগ হয়ে দিনে দু'বার টহল দিচ্ছে বাহিনী । সঙ্গে থাকছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা ৷" ভোটের সময় কোনও অভিযোগ থাকলে, সাধারণ মানুষ সেই অভিযোগ তথ্য সহকারে নির্দিষ্ট জায়গায় জানাতে পারবেন বলেও জানিয়েছেন জেলার নির্বাচনী আধিকারিক।
আরও পড়ুন : ব্যারাকপুরে একাধিক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
প্রসঙ্গত,ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্যে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সেই নিরিখে উত্তর 24 পরগনার সব বিধানসভা এলাকাতে চলছে আধা সামরিক বাহিনীর টহলদারি । যা এদিন জেলাশাসকের নেতৃত্বে দেখা গেল জেলাসদর বারাসতে ।