মধ্যমগ্রাম, 20 ফেব্রুয়ারি : অনুব্রত মণ্ডলের কাছ থেকে শিক্ষা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পামেলার মতো যুবতিকে মাদক মামলায় ফাঁসিয়েছেন । কারণ, ভবানীপুর ও আলিপুরে দাঁড়িয়ে লড়াই আন্দোলন সংগঠিত করছিল পামেলা । বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তারি প্রসঙ্গে এমনই মন্তব্য করেন দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যুব মোর্চার নববঙ্গ উদয় যাত্রার কর্মসূচিতে তিনি যোগ দেন । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এর আগে বীরভূমে দলের শিক্ষক নেতা সুনীল সোরেনকে ফাঁসানো হয়েছিল । আমাকেও ফাঁসানোর চক্রান্ত করেছিল শাসকদল । যেহেতু অনুব্রত মণ্ডল একসময় বলেছিল গাঁজা মামলায় ভরে দেওয়া হবে ভদ্র মহিলাকে । তাই দিদিমণি হয়তো অনুব্রতের কাছ থেকে শিক্ষা নিয়ে সেই কাজ করছে । কারণ ঘটনাটি মুখ্যমন্ত্রীর পাড়ার ।’’
এরপরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, "এভাবে মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে রোখা যাবে না । কারণ, ভারতীয় জনতা পার্টি ও যুব মোর্চার পতাকার নিচে প্রতিদিনই যুবক-যুবতিদের ভিড় বাড়ছে ।’’ ভোটের আগে দলকে বদনাম করারও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি । তবে পামেলার ঘটনায় আইন আইনের পথে চলবে ৷ সেকথাও জানাতে ভোলেননি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ।
অনুব্রতর কাছে শিক্ষা নিয়ে দিদিমনি পামেলাকে ফাঁসিয়েছেন : সৌমিত্র খাঁ - যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ
ভোটের আগে দলকে বদনাম করারও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ । তবে পামেলার ঘটনায় আইন আইনের পথে চলবে ৷ সেকথাও জানাতে ভোলেননি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ।
আরও পড়ুন : বাংলা নিজের মেয়েকেই চায়, "বহিরাগত"-দের মোকাবিলায় নতুন স্লোগান তৃণমূলের
কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করায় তাঁরা কি স্টপার হিসেবে খেলবেন ? এই প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন,"খেলা আমরা জিতে গেছি । শুধু প্রাইজ নেওয়া বাকি । মে মাসে সেটাও নিয়ে নেব আমরা ।’’ '‘খেলা হবে’’ সংলাপটি বাংলাদেশের বলেও মন্তব্য করেন তিনি । তাঁর কথায়,"খেলা হবে বলে একসময় বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে হিন্দুদের বিতাড়িত করা হয়েছিল । মমতা বন্দোপাধ্যায়ও এখানে সেটাই করতে চাইছেন । আমরা খেলা হওয়ার কথা বলছি ।আমরা বলছি মানুষের সঙ্গে থাকব, মানুষের হয়ে কাজ করব । সোনার বাংলা গড়ব ।’’