পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে একধিক পোষ্টার। তিনি তৃণমূল থেকে বিজেপি-তে সম্প্রতি যোগ দিয়েছেন । সেই পোস্টারে লেখা ছিল 'দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎ দাস দূর হাটো' । পাশাপাশি পোস্টারে উল্লেখ করা বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কাজ কর্মের মূল পান্ডা বিশ্বজিৎ দাসকে আমারা বিজেপিরা মানছি না মানবো না । মাস কয়েক আগে গোপালনগর এলাকায় একই ধারনের পোষ্টার পরেছিল বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ।

By

Published : Mar 17, 2021, 4:40 PM IST

বিশ্বজিৎ দাস
বিশ্বজিৎ দাস

বনগাঁ, 17 মার্চ : একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত পয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি । চারদিকে চলছে একে অপরের প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণের পালা । এবারে বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে পড়ল পোস্টার । পোষ্টারে লেখা "টেট কেলেঙ্কারির নায়ক, তোলাবাজ বিশ্বজিৎ দাস দূর হাটো ।" "চাকরি দেওয়ার নাম করে গরিব যুবক-যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাকারী বিশ্বজিৎ দাসকে আমারা বিজেপি থেকে মানছি না মানবো না ।" "গোরুপাচারকারী শেখ এলামুলের সঙ্গী বিশ্বজিৎ দাস দূর হাটো ।" পোস্টারের নিচে লেখা প্রচারের বনগাঁ উত্তর বিধানসভা বিজেপি বাঁচাও কমিটি । যদিও বিধায়কের অভিযোগের তীর তৃনমূলের কংগ্রেসের বিরুদ্ধে ।

মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় বিধায়ক বিশ্বজিৎ দাসের নামে একধিক পোস্টার। তিনি তৃণমূল থেকে বিজেপি-তে সম্প্রতি যোগ দিয়েছেন । সেই পোস্টারে লেখা ছিল 'দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎ দাস দূর হাটো' । পাশাপাশি পোস্টারে উল্লেখ করা বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কাজ কর্মের মূল পান্ডা বিশ্বজিৎ দাসকে আমারা বিজেপিরা মানছি না মানবো না । মাস কয়েক আগে গোপালনগর এলাকায় একই ধারনের পোষ্টার পরেছিল বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ।

আরও পড়ুন :তৃণমূলের প্রার্থী বদল চেয়ে এবার পোস্টার পড়ল অশোকনগরে

এ ব্যাপারে বিধায়ক বিশ্বজিৎ দাসের জানিয়েছেন, "যারা আমাকে ভয় পাচ্ছে তারা এসব করছে। আমি বিজেপিতে সংযুক্ত হওয়ার তৃণমূল ভয় পেয়েছে । এখানে তৃণমূল এক লক্ষ্য ভোটে হারবে । হার নিশ্চিত জেনে এমন কাজ করছে তৃণমূল ।" বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, "এটা তৃণমূলের চক্রান্ত । বিজেপির সাংগঠনিক দল বিজেপির কেউ করবে না । তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তাই এসব অপকর্ম গুলি করছে।"

বনগাঁয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা গোপাল শেঠ দাবি করেন, "এটা বিজেপির গোষ্ঠী কোন্দল । বিধায়ক বিজেপি-তে নতুন গিয়েছে, উনি টিকিট পাবে ভেবে বিজেপির পক্ষ থেকে এটা করছে।"

ABOUT THE AUTHOR

...view details