পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মইদুলের মৃত্যু তদন্তের দাবিতে বারাসত থানা ঘেরাও বামেদের - west bengal assembly election

গত বৃহস্পতিবার বাম ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের সময় জখম হন মইদুল । 15 তারিখ সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এই ঘটনার প্রতিবাদে গতকাল বারাসত থানা ঘেরাও অভিযান করে বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনের পক্ষ থেকে ।

মইদুলের মৃত্যু তদন্তের দাবিতে বারাসত থানা ঘেরাও বামেদের
মইদুলের মৃত্যু তদন্তের দাবিতে বারাসত থানা ঘেরাও বামেদের

By

Published : Feb 18, 2021, 11:05 AM IST

বারাসত, 18 ফেব্রুয়ারি : মইদুলের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি করা হয় । আর তাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত । বারাসত থানার সামনে বিক্ষোভ দেখায় । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আরও এক দফা ধস্তাধস্তি, লাঠিচার্জ হয় । এমনকি, মুখ্যমন্ত্রীর কুশপুতুল ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । যদিও কুশপুতুল নিয়ে বিক্ষোভকারীরা পালিয়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয় পুলিশের । পরে, রাস্তাতেই কুশপুতুল জ্বালিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা ।

চলতি মাসের 11 তারিখে বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে নবান্ন অভিযান কর্মসূচি হয় । কলকাতার রাজপথে পুলিশ-অভিযানকারীদের মধ্যে ধস্তাধস্তি, লাঠিচার্জ হয় । আর ওই লাঠিচার্জের সময় লাঠির আঘাতে গুরুতর জখম হন বাম কর্মী মইদুল ইসলাম মিদ্দা । পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই 15 তারিখে মৃত্যু হয় মইদুলের । এই ঘটনার প্রতিবাদে ও মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ঘোষণা মতোই গতকাল বিকেলে বারাসত থানা ঘেরাও করে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মী-সমর্থকরা ।

আরও পড়ুন : ডিওয়াইএফআইয়ের থানা ঘেরাওয়ে উত্তেজনা

পুলিশ যাবতীয় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে থানার সামনেই ব্যারিকেড বসায় । পর্যাপ্ত পুলিশও মোতায়েন ছিল । তারপরেও ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করে, তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা করতে থাকে বিক্ষোভকারীরা । তখনই বাঁধা দিতে থাকে পুলিশ । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে । এরপর, মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে দৌড়াতে থাকেন ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা । বেশ কিছুটা দূরে রাস্তার ওপরই মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে । থানার সামনেও বিক্ষোভকারীরা বিক্ষোভ ঘেরাও কর্মসূচি দেখাতে থাকে ।

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি । দেখুন তার ভিডিয়ো...

প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই আন্দোলন । পরে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের তরফে । এবিষয়ে সিপিএমের জেলা মহিলা সংগঠনের সম্পাদিকা আত্রেয়ী গুহ বলেন,"পুলিশ যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তা এদিন আরও একবার স্পষ্ট হল । গাড়ি থেকে কুশপুতুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ । কেননা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াতে দেবে না তাঁরা । এর থেকে বোঝা যাচ্ছে পুলিশের আসল চরিত্র কী !"

ABOUT THE AUTHOR

...view details