পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঁটি দিয়ে কাটার হুমকি, বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বারাসতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সামনে তৃণমূলের কর্মীদের বঁটি দিয়ে কাটার হুমকি বিজেপি নেতার ৷ বাদল ঘোষ নামে ওই বিজেপি নেতার ওই মন্তব্য়ের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন বারাসত পৌরসভার প্রশাসক তথা জেলার তৃণমূল মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় ৷

west bengal assembly election 2021 fir against a bjp leader while he said to kill tmc workers in a rally in barasat north 24 pargana
বঁটি দিয়ে কাটার হুমকির জের, বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

By

Published : Feb 25, 2021, 5:19 PM IST

বারাসত, 25 ফেব্রুয়ারি : বারাসতে এক জনসভায় ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবের সামনেই তৃণমূল কর্মীদের বঁটি দিয়ে কাটার হুমকি এক বিজেপি নেতার ৷ বাদল ঘোষ নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসত থানায় । বুধবার সন্ধ্যায় বিজেপির ওই জেলা নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বারাসত পৌরসভার প্রশাসক তথা জেলা তৃণমূলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় । মঙ্গলবার বারাসতের রথতলায় দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই বিজেপি নেতা বলেন, ‘‘তৃণমূল কর্মীরা রাস্তায় বেরোলে বঁটি দিয়ে কচু কাটা কাটবেন’’। তাঁর এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই অভিযোগ দায়ের হয় বারাসত থানায় ।

এই বিষয়ে উত্তর 24 পরগনার তৃণমূলের মুখপাত্র বলেন, ‘‘বিজেপি নেতা বাদল ঘোষ দলীয় সভা মঞ্চে দাঁড়িয়ে যখন উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন, তখন সেই মঞ্চে হাজির ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব । কিন্তু তিনি ওই বিজেপি নেতার বক্তব্যের কোনও প্রতিবাদ করেননি । তাই আমরা প্রতিবাদ স্বরূপ এদিন বিজেপি নেতা বাদল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম বারাসত থানায় ।’’ তাঁর কথায়, ‘‘এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে বিজেপি নেতারা বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন ৷ ওই বিজেপি নেতার মন্তব্যে অসন্তুষ্ট বারাসতের মানুষ । আমরা কোনও গন্ডগোল করতে চাই না । তাই আইনের দ্বারস্থ হলাম ।’’

বঁটি দিয়ে কাটার হুমকির জের, বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

আরও পড়ুন : উত্তর 24 পরগনার পুলিশ সুপারের বদলি চেয়ে কমিশনকে চিঠি বিজেপির

এদিকে, যাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে, সেই বিজেপি নেতা বাদল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

ABOUT THE AUTHOR

...view details