বারাসত, 12 মার্চ : বিরোধীরা নাটক করতে অভ্যস্ত । তাই ওঁরা সব কিছুতেই নাটক দেখে । যেভাবে একজন 65 বছরের মহিলাকে আঘাত করা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক।বারাসতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার ফাঁকে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় গতকাল বিকেলে বারাসতে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি । চাঁপাডালি মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বিধান সিনেমা হল সংলগ্ন কে বি বসু রোডে । চিরঞ্জিতের সঙ্গে এদিন পা মেলান বারাসত তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় সহ তৃণমূলের কয়েকজন কো-অর্ডিনেটর । মিছিল শেষে কে বি বসু রোডে নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের তারকা প্রার্থী ।
নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের আগে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিরোধীদের কড়া জবাব দেন চিরঞ্জিত । বলেন,"ওঁরা সবকিছুকেই নাটক বলে । নিজেরা নাটক করে তো ! নাটকে অভ্যস্ত ওঁরা । একজন বিরোধী আছে,তাঁরা তো আবার ব্রিগেডের সভায় গিয়ে টুম্পার প্যারোডি গানে নাচে । আর মোদির নাটকের তো শেষ নেই । ক্রমেই তাঁর দাঁড়ি বড় হয়ে যাচ্ছে ৷ ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো । নিচের গেটআপ পুরোপুরি রবীন্দ্রনাথের । তাই নাটক বলে কোনও লাভ নেই । এটা একেবারে আসল ঘটনা । 65 বছরের এক মহিলা,যার কোনও সখ-আহ্লাদ নেই । সবসময় মানুষের উপকার নিয়ে ভাবে । তাঁকে আঘাত করা মোটেই শোভনীয় নয় ৷"